Advertisement
Advertisement

Breaking News

Dev Srabanti

এক ছবিতে দেব-শ্রাবন্তী, রাজনীতির ‘খেলা হবে’ স্লোগান ভুলে ‘খেলাঘর’ সাজাবেন দুই তারকা

ভোট মিটলেই ফিরবেন এক ফ্লোরে!

Dev will share screen with Srabanti Chatterjee and Paoli Dam in Khelaghar | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 17, 2021 10:29 am
  • Updated:April 17, 2021 11:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে এখন যুযুধান দুই পক্ষ। ভোট মিটলেই আবার এক ফ্লোরে। তৃণমূলের হয়ে এখন বিজেপিকে একহাত নিচ্ছেন সাংসদ দেব (Dev)। অন্যদিকে গেরুয়া শিবিরে যোগ দিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। কিন্তু ভোট মিটলেই আবার একই ফ্লোরে ফিরবেন দু’জনে। স্টুডিও পাড়ার অলিন্দে রাজনীতির খোলস ত্যাগ করে আবার হয়ে উঠবেন অভিনেতা-অভিনেত্রী। বহুদিন বাদে একই ছবিতে অভিনয় করছেন দেব ও শ্রাবন্তী। সঙ্গে থাকবেন পাওলি দাম (Paoli Dam)। পরিচালক জুটি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ‘খেলাঘর’ ছবিতে একসঙ্গে দেখা যাবে তিন তারকাকে। ইনস্টাগ্রামে সেকথা জানিয়েছেন দেব নিজে। ক্যাপশনে শ্রাবন্তী ও পাওলির প্রশংসাও করেন তিনি। দু’জনকে সাম্প্রতিক সময়ের অন্যতম দক্ষ অভিনেত্রী হিসেবে ব্যাখ্যা করেন। পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় জুটিকে নিজের সবচেয়ে পছন্দের পরিচালক জুটি হিসেবে সম্বোধন করেন।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: যেখানে নির্বাচন হয়ে গিয়েছে, সেখানে হোক লকডাউন! করোনা মোকাবিলায় পরামর্শ দেবের]

লীনা-শৈবাল জুটির পছন্দের অভিনেত্রী পাওলি দাম। প্রথম ছবি ‘মাটি’ (Maati) থেকেই সঙ্গে রয়েছেন তিনি। ‘সাঁঝবাতি’তে আসেন দেব। এবার দেব ও পাওলির পাশাপাশি পরিচালক জুটির টিমে যোগ দিলেন শ্রাবন্তীও। এবার প্রযোজক অতনু রায়চৌধুরীর (Atanu Ray Chaudhuri) সঙ্গে যৌথ প্রযোজনাতেও অংশীদার দেব। ছবি সম্পর্কে এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেব জানান, সম্পর্কের কাহিনি তুলে ধরা হয়েছে ‘খেলাঘর’ ছবিতে। লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে বরাবর অভিনয় করার সুযোগ থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। রাজনৈতিক মতাদর্শ অভিনেতা সত্ত্বার মাঝে চলে আসবে না তো? প্রশ্নের উত্তরে দেব জানান, রাজনীতি ও অভিনয় জগৎ আলাদা রাখতে তিনি জানেন। শুটিং ফ্লোরে সকলেই অভিনেতা ও অভিনেত্রী। ‘খেলাঘর’ ছবিতে শ্রাবন্তীর নাম তিনিই সাজেস্ট করেছেন বলে জানান। শ্রাবন্তীও একই চিন্তাধারায় বিশ্বাসী। তার মতে, দু’টি সম্পূর্ণ ভিন্ন বিষয়। তা মেলানো যায় না। অভিনয়ের সূত্রেই দেবের সঙ্গে আলাপ। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন। আবারও দেবের সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত নায়িকা।

[আরও পড়ুন: ‘কান’ উৎসবে পাঠানো হয়েছে ‘সূর্পণখার আগমন’, আগাম ঝলক প্রকাশে বহুরূপীরা ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement