সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেল ‘গৃহপ্রবেশ’। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত সিনেমার গল্প আবর্তিত হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘তিতলি’ চরিত্রটিকে ঘিরে। পাশাপাশি অন্য সব মুখ্য ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়,জীতু কমল, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করা ছবি প্রিমিয়ারে দেখে যখন সেলেব দর্শকদের চোখে জল, তখন সেই আবহেই ভাইরাল দেবের শুভেচ্ছা বার্তা।
‘গৃহপ্রবেশ’-এর জন্য শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন দেব। চলতি সপ্তাহে তিন তিনটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। ‘গৃহপ্রবেশ’-এর সঙ্গে সেই তালিকায় ‘আপিস’ এবং ‘পক্ষীরাজের ডিম’ও রয়েছে। যদিও যে কোনও ছবি রিলিজের দিনই দেব সেই টিমকে শুভেচ্ছা জানান। তবে দেব-শুভশ্রী জুটির অনুরাগীরা বলছেন, ‘এটা স্পেশাল।’ এক্স হ্যান্ডেলে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কে ট্যাগ করে টলিউড সুপারস্টার শুক্রবার লিখেছেন, “আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য, খুব ভালো হোক!” উল্লেখ্য, সামনেই এই তিন জুটির সিনেমা ‘ধূমকেতু’ প্রায় নয় বছর বাদে প্রেক্ষাগৃহের আলো দেখতে চলেছে। আর তার প্রাক্কালেই শুভশ্রী, কৌশিককে ‘গৃহপ্রবেশ’-এর জন্য শুভেচ্ছা জানালেন দেব। এদিকে ইন্দ্রদীপের ফ্রেমে শুভশ্রীর পারফরম্যান্স দেখে ইতিমধ্যেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সকলে। সেই সঙ্গেই দেবের ‘গৃহপ্রবেশ’ টুইট ঘিরে চর্চায় ‘ধূমকেতু’।
এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। নয় বছর আগে মুক্তি পাওয়ার কথা ছিল যে ছবির, অবশেষে আইনি জটিলতা কাটিয়ে রিলিজ করতে চলেছে ১৪ আগস্ট। মাঝে দীর্ঘ সময় পেরলেও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই সিনেমা নিয়ে সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি! তাই তো, সম্প্রতি রিলিজের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তেজনায় ফুটছেন বাংলার সিনেদর্শকরা। সম্প্রতি শুভশ্রীও জানিয়ে দিয়েছেন যে, “সকলে মুখিয়ে ছিলেন ‘ধূমকেতু’ কবে আসবে বলে। অবশেষে সেই ছবি আসছে ১৪ আগস্ট। এবং এখন আমি সত্যিই দেখতে চাই যে, দর্শকদের এই উন্মাদনা কতটা বড় আকার ধারণ করতে পারে। এই ছবিটাকে দর্শকরা কত বড় করতে পারে, সেটা আমি দেখতে চাই। এবার দর্শকদের পরীক্ষা এবং তাঁদের সেই পরীক্ষায় পাশ করতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.