সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বিনোদুনিয়ায় এই প্রথমবার এ এক ইতিহাস গড়ল বলা যায়। চলতি বছর পুজোয় মুক্তি পাবে শুভ্রজিৎ মিত্রের ছবি ‘দেবী চৌধুরানী’। বাংলা সাহিত্যের পাতা থেকে রূপোলি পর্দায় আরও এক ছবির উত্তরণ ঘটবে তা বলাই বাহুল্য। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির বহু প্রতীক্ষিত টিজার। এবার ‘দেবী চৌধুরানী’ গড়ল এক নতুন ইতিহাস। নিউইয়র্কের টাইম স্কোয়ারে প্রদর্শিত হল এই ছবির টিজার। যা বাংলা ছবির জন্য এক গর্বের বিষয়।
উল্লেখ্য, ‘দেবী চৌধুরানী’, আপামর বাঙালির কাছে এ বড় কাছের এক চরিত্র। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যের উপন্যাসেই হোক কিংবা পর্দায়, ‘প্রফুল্ল’র ডাকাতরানি ‘দেবী চৌধুরানী’ হয়ে ওঠার কাহিনী কমবেশি সকলেই জানেন। আর তা যখন রুপোলি পর্দায় আসার প্রস্তুতি নেয় তখন পাঠকদের ও আপামর সিনেপ্রেমীর এক আলাদা অপেক্ষা থাকেই। এর আগেও ‘দেবী চৌধুরানী’ পর্দায় এসেছে। সেই চরিত্রে দর্শক পেয়েছেন মহানায়িকা সুচিত্রা সেনকে। আর তাই তার মাধুর্যও সকলের কাছে আলাদা রকমের।
ব্রিটিশ শাসিত ভারতে সেই সময়ে নিষিদ্ধ হয়েছিল এই উপন্যাস। তবে যে আলোড়ন শুরু হয়েছিল তা এই উপন্যাস নিষিদ্ধ করেও থামাতে পারেনি ব্রিটিশ সরকার। আর শুভ্রজিতের ছবিতে ঠিক সেভাবেই কিন্তু দেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হবে। সঙ্গে তুলে ধরা হবে সন্ন্যাসী বিদ্রোহের ঘটনাও। ছবিতে ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায় প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.