Advertisement
Advertisement
Devlina Kumar

পরনে গেরুয়া বিকিনি, ‘বিজেপি আপনার লোকেশন খুঁজছে!’, দেবাশিসকন্যা দেবলীনাকে খোঁচা

তৃণমূল বিধায়কের মেয়ে তথা অভিনেত্রী দেবলীনার ছবিতে তোলপাড় নেটপাড়া!

Devlina Kumar flaunts Bikini, garners social attraction | Sangbad Pratidin

ছবি: দেবলীনা কুমার ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:January 3, 2024 5:31 pm
  • Updated:January 3, 2024 5:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া বিকিনি পরে খাল কেটে বিতর্কের কুমির বয়ে এনেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই ‘বেশরম’ গান নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। এমনকী রাজনৈতিকমহলের অন্দরেও সমালোচনা বহাল ছিল। যার জেরে সেন্সরের কাঁচিতে পড়তে হয় পাঠান ছবির সেই গানকে। এবার সেই রঙের বিকিনি পরে ছবি দেওয়ায় দেবলীনা কুমারকেও (Devlina Kumar) শুনতে হল খোঁচা!

Advertisement

সম্প্রতি স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছেন দেবলীনা কুমার। সেখান থেকেই একাধিক বোল্ড ছবি শেয়ার করে নেটপাড়ায় শোরোগোল ফেলে দিয়েছেন তারকাদম্পতি। এবার গেরুয়া বিকিনি পরে হট অবতারে ধরা দিলেন টলিউড অভিনেত্রী। তাঁকেই কিনা বডিং শেমিংয়ের শিকার হতে হল। পাশাপাশি গেরুয়া বিকিনি পরায় দেবলীনার উদ্দেশে উড়ে এল এমনও মন্তব্য, যেখানে লেখা- “বিজেপি আপনার লোকেশন জানতে চাইছে।”

নাচের স্কুলের পাশাপাশি দেবলীনা টলিপাড়াতেও সমানতালে সিনেমা-সিরিজে অভিনয় করে চলেছেন। তিনি আবার একাধারে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকন্যাও। আর সেই অভিনেত্রীই এবার গেরুয়া বিকিনি পরে বোল্ড অবতারে ধরা দেওয়ায় নেটপাড়ার নীতিপুলিশদের চক্ষুশূল হলেন। যদিও ওই মন্তব্যের পালটা কোনও উত্তর দেননি দেবলীনা কুমার।

[আরও পড়ুন: নন্দিতা-শিবুর ছবিতে কৌশানী, ‘আবার প্রলয়’-এর পর ফের ছকভাঙা চরিত্রে?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ‘আজ অনুপম, কাল পরমের পাশে!’, মনস্থির হচ্ছে না! সৃজিত নিজেই ঠিক করলেন হেডলাইন]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement