সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম ধর্মাবলম্বী প্রেমিক শাহনওয়াজ শেখকে বিয়ে করে ধর্মনিরপেক্ষ দেশে কটাক্ষের মুখে পড়েছিলেন দেবলীনা ভট্টাচার্য। তাঁদের বিয়েকে ‘লাভ জেহাদ’ বলেও কটাক্ষ করা হয়। নেটনাগরিকদের বিষোদগারে আবার কখনও স্বামীর ঢাল হয়েও দাঁড়িয়েছেন মুম্বই নিবাসী বাঙালি অভিনেত্রী। তবে ভিনধর্মী বিয়ে করলেও সংসারে সুগৃহিণীর মতো সম্প্রীতি বজায় রেখেছেন বরাবর। এবার ভিনধর্মী স্বামীর সঙ্গে সিঁদুরে রাঙা ছবি দিয়ে প্রশ্নের মুখে টেলিপর্দার ‘গোপী বহু’ দেবলীনা।
মুম্বই থাকলেও নিজের শিকড় ভুলে যাননি বঙ্গকন্যা দেবলীনা। মুসলিম পরিবারে বিয়ে হলেও শ্বশুরবাড়িতে ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছিলেন বাঙালি মতে। এবার বিজয়া দশমীতে উমাবরণের ঝলক দেখালেন অভিনেত্রী। পরনে লাল পাড় সাদা শাড়ি। সিঁথি রাঙানো সিঁদুরে। গালেও ছোয়ানো সিঁদুর। দেবলীনার স্বামী শাহনওয়াজ শেখের কপালে-গালেও সিঁদুর। সন্তানকে কোলে নিয়ে সুখী সংসারের ঝলক দেখালেন অভিনেত্রী। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত দেখেই নেটপাড়ার একাংশের কৌতুহল, ‘শাহনওয়াজও সিঁদুর খেললেন নাকি?’ যদিও অনেকেই আবার দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কেউ বা মনে করিয়ে দিলেন, ‘ভিনধর্মী হয়েও হিন্দুধর্মের আচার-উৎসব যাপনের জন্য উদার মনের প্রয়োজন হয়।’
২০২২ সালের ডিসেম্বর মাসেই জিম প্রশিক্ষক শাহনওয়াজ শেখকে বিয়ে করেছেন দেবলীনা ভট্টাচার্য। চব্বিশ সালের ডিসেম্বর মাসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তবে সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবি শেয়ার করেই প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সেখানেই দেখা যায়, দেবলীনার ছেলের মুখেভাতের আয়োজন করা হয়েছে আদ্যোপান্ত বাঙালি রীতি মেনে। খুদের মাথায় ছোট্ট শোলার টোপর। কপালে চন্দনের টিপ। পরনে তার ধুতি-পাঞ্জাবি। বাড়িতে হোমযজ্ঞ, পুজোআর্চার ঝলকও দেখান ‘গোপী বহু’। দেবলীনার পাশে থেকে ছেলের মুখে ভাত দেন তাঁর স্বামী শাহনওয়াজ শেখও। তাঁরও পরনে পাঞ্জাবি-পাজামা। ঘরোয়াভাবে হলেও আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব মিলে হইহই করে সন্তানের অন্নপ্রাশন পালন করেছিলেন দেবলীনা। সেই পোস্টেই ছেলের নামও ফাঁস করলেন। সাধ করে নাম রেখেছেন জয়। এবার স্বামীর সঙ্গে বিজয়া দশমী পালন করলেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.