Advertisement
Advertisement
Dhanashree Verma

‘বিয়ের ২ মাসের মধ্যেই হাতেনাতে ধরি’, বিচ্ছেদের পরেও চাহালকে নিয়ে বিস্ফোরক ধনশ্রী

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ধনশ্রী।

Dhanashree Verma alleges Yuzvendra Chahal cheated on her after marriage
Published by: Sayani Sen
  • Posted:September 30, 2025 10:48 am
  • Updated:September 30, 2025 11:05 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দু’মাসের মধ্যে হাতেনাতে নাকি চাহালের পরকীয়া সম্পর্কে জানতে পারেন। আর তারপর থেকেই সম্পর্কের অবনতি। শেষমেশ বিবাহবিচ্ছেদ। চাহালকে নিয়ে বিস্ফোরক দাবি ধনশ্রীর।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ধনশ্রী। তাঁকে প্রশ্ন করা হয়, “ঠিক কবে বুঝতে পারলেন চাহাল অন্য কোনও সম্পর্কে রয়েছেন? ঠিক কোন সময় বুঝলেন আপনাদের সম্পর্ক আর টিকিয়ে রাখা যাবে না?” উত্তরে ধনশ্রী বলেন, “বিয়ের দু’মাসের মাথায় হাতেনাতি ধরি ওর পরকীয়া। প্রথম বছরেই বুঝতে পারি সম্পর্ক আর রাখা যাবে না।” এর আগে একাধিক জায়গায় চাহাল ও তাঁর বৈবাহিক জীবনের কথা বলতে শোনা গিয়েছে ধনশ্রীকে। তিনি বলেন, “আমরা দু’জনেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। তাই বেশি সময় লাগেনি ডিভোর্স পেতে। এই কারণে সাধারণ মানুষ খোরপোশের প্রসঙ্গে কথা বলেন। এটা ভুল। আমি কারোর কাছে কোনও ব্যাখ্যা দিতে চাই না। কারণ, আমার বাবা-মা ছোট থেকে শিখিয়েছেন যিনি তোমার কাছের মানুষ, তাঁকে ব্যাখ্যা দাও। অন্য কাউকে নয়।” বলে রাখা ভালো, বিবাহবিচ্ছেদের দিন আদালত চত্বরে চাহাল যে কালো টি-শার্টটা পরে আসেন, তাতে লেখা ছিল, ‘নিজেই নিজের সুগার ড্যাডি হও’। সম্ভবত ধনশ্রীর ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশকে ব্যঙ্গ করেছিলেন তিনি।

তিনি আরও বলেন, “আমাদের চার বছরের বৈবাহিক সম্পর্ক। তার আগে ৬-৭ মাস একসঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। যা হয়েছে ঠিকই আছে। আমি সবসময় ওঁকে সম্মান করব। এখন আমি আর ভাবি না। আমি যেকোনও ব্যক্তির সঙ্গে ডেটিং করতে পারি।” এর আগে নেটদুনিয়ায় ধনশ্রীর বিয়ের জল্পনা রটে। তবে কি সেই গুজবে সিলমোহর দিলেন চাহাল, উঠছে প্রশ্ন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ