Advertisement
Advertisement
Dhanush-Aishwarya

রজনীকান্তের মেয়ের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য শেষ! ডিভোর্স চেয়ে আদালতে ধনুষ?

গত দুবছর ধরে আলাদাই থাকতেন ধনুষ-ঐশ্বর্য।

Dhanush and Aishwarya Rajinikanth reportedly file for divorce
Published by: Suparna Majumder
  • Posted:April 9, 2024 9:11 am
  • Updated:April 9, 2024 9:11 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত। তাতেই তোলপাড় হয়েছিল দাক্ষিণাত্যের গ্ল্যামার দুনিয়া। ১৮ বছরের দাম্পত্যের পর আলাদা থাকার কথা জানিয়েছিলেন ধনুষ-ঐশ্বর্য। অনুরাগীদের পাশাপাশি অভিনেতার বাবারও আশা ছিল, এই সম্পর্ক হয়তো জোড়া লাগবে। কিন্তু সেই আশা পূরণ হল না। শোনা যাচ্ছে, এবার আইনিভাবে আলাদা হওয়ার পথে হাঁটছেন রজনীকান্তের মেয়ে ও জামাই। ফ্যামিলি কোর্টে নাকি ডিভোর্সের জন্য আবেদন করে দিয়েছেন তাঁরা।

Advertisement

Actor Dhanush separated with wife Aishwaryaa After

২০০৪ সালে ঐশ্বর্যাকে বিয়ে করেন ধনুষ। তখন তাঁর বয়স ছিল মাত্র ২০। এখন ধনুষের বয়স ৩৮। অভিনেতা হিসেবে সারা দেশে সুনাম রয়েছে ধনুষের। ২০১২ সালে ঐশ্বর্য পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবি ‘৩’-এর নায়ক ছিলেন ধনুষ। সেই সিনেমার গান ‘কোলাভরি ডি’ তুমুল জনপ্রিয় হয়েছিল। ঐশ্বর্য-ধনুষের দুই পুত্র সন্তানও রয়েছে। একজনের নাম যাত্রা রাজা, অন্যজন লিঙ্গ রাজা।

dhanush and aishwarya
[আরও পড়ুন: পোলাও-মাংস থেকে নাচোস ঘুগনি, সেজওয়ান ফুচকার ফিউশন পাবেন এই পয়লা বৈশাখে]

২০২২ সালের ১৭ জানুয়ারি আচমকাই সোশাল মিডিয়ায় আলাদা থাকার কথা ঘোষণা করে ধনুষ লেখেন, “১৮ বছর ধরে বন্ধু, প্রেমিক-প্রেমিকা, সন্তানের অভিভাবক এবং একে অন্যের শুভচিন্তক হিসেবে কাটিয়েছি। এই সফর মানিয়ে নিতে শিখিয়েছে, মেনে নিতে শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে, পরিণত করেছে। আজ আমরা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বর্যা আর আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্বতন্ত্রভাবে নিজেদের বোঝার সময় প্রয়োজন। দয়া করে আমাদের এই সিদ্ধান্তকে সম্মান দিয়ে নিজেদের মতো থাকার সুযোগ এবং সময় দিন। ওম নমঃ শিবায়।”

Dhanush Statement
যদিও সেই সময় ধনুষের বাবা তথা দক্ষিণী ফিল্ম নির্মাতা কস্তূরী রাজা দাবি করলেন, তাঁর ছেল‌ে ও পুত্রবধূর ডিভোর্স হয়নি। এই বিচ্ছেদ পারিবারিক ঝগড়ার কারণে হয়েছে বলেই মত প্রকাশ করেছিলেন তিনি। সূত্রের খবর মানলে, ধনুষ ও ঐশ্বর্য এবার পারস্পরিক বোঝাপড়া করেই আদালতে ডিভোর্সের জন্য আবেদন জানিয়েছেন।

[আরও পড়ুন: সাইবার ক্রাইমের শিকার বিজয় দেবেরাকোন্ডা, কেন পুলিশের দ্বারস্থ হতে হল তারকার টিমকে? ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ