সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রঞ্ঝনা’ ঝড় তুলেছিল বক্স অফিসে। ধনুষ ও সোনমের ছবিটির ক্লাইম্যাক্সের বিষাদ দর্শকের হৃদয় জিতে নিয়েছিল। কিন্তু সেই ক্লাইম্যাক্সই এবার বদলে গিয়েছে। সৌজন্যে এআই। বড় পর্দাতেই ফের দেখা গিয়েছে ছবিটি। আর তাতে ছবির শেষে ধনুষ অভিনীত চরিত্র কুন্দন মারা যাচ্ছে না, সে বেঁচে উঠছে! যা দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন ধনুষ। ব্যাপারটা একেবারেই মানতে পারেননি ছবিটির অনুরাগীরাও। তবে এবার বিষয়টা গড়াতে চলেছে আদালতে।
ছবিটির পরিচালক আনন্দ এল রাই জানিয়েছেন, তিনি ও ধনুষ ছবির ক্লাইম্যাক্সের বদলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন। আনন্দের কথায়, ”আমি অত্যন্ত উদ্বিগ্ন আমার অন্য ছবিগুলি নিয়েও। ধনুষও। এই ধরনের বহিরাগত হস্তক্ষেপ থেকে আমাদের সৃজনশীল কাজগুলির পুনরুদ্ধার এবং সংরক্ষণের জন্য আমরা সক্রিয়ভাবে বিচার বিভাগীয় প্রতিকারের দিকে নজর রাখছি।” তিনি জানিয়েছেন, দীর্ঘকালীন আইনি সমাধানের কথাই ভাবছেন তাঁরা।
প্রসঙ্গত, ভাইরাল হয়ে গিয়েছে ধনুষের প্রতিক্রিয়া। তিনি আগেই এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘এআই দিয়ে ক্লাইম্যাক্স বদলে যেভাবে ‘রঞ্ঝনা’র পুনর্নিমাণ করা হয়েছে, তা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। খারাপ লাগছে। আমার আপত্তি সত্ত্বেও ছবিটি মুক্তি পেয়েছে। এটা একেবারেই ঠিক নয়। আমি ১২ বছর আগে যুক্ত ছিলাম ছবিটির সঙ্গে। এআই ব্যবহার করে অনেকটা বদলে ফেলা হয়েছে। আমি যে ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম সেটা এটা নয়। ভবিষ্যতে এই ধরনের জিনিস পুরোপুরি নিষিদ্ধ করা হবে, এটাই আশা।’ যেভাবে এআই ব্যবহার করা হয়েছে ছবির ক্লাইম্যাক্স বদলে ফেলতে তা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন তিনি।
এখনও পর্যন্ত আনন্দের সিদ্ধান্ত নিয়ে এরস ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেড কোনও মন্তব্য করেনি। কিন্তু ধনুষের পোস্টের পর তারা প্রতিক্রিয়া জানিয়েছিল। পরিষ্কার জানানো হয়েছিল, ছবিটির একমাত্র কপিরাইট তাদের। সুতরাং, এর রি-রিলিজ-সহ যে কোনও সিদ্ধান্ত তারাই নিতে পারবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.