Advertisement
Advertisement
Dhoom 4

রণবীর কাপুরের ‘ধুম ৪’ হিট করাতে ‘ব্রহ্মাস্ত্র’ অয়ন! শ্যালকেই ভরসা প্রযোজক আদিত্য চোপড়ার?

কবে শুরু শুটিং? 'ধুম ৪' নিয়ে বড় আপডেট!

Dhoom 4: Ranbir Kapoor Film To Be Directed By Ayan Mukerji
Published by: Sandipta Bhanja
  • Posted:June 2, 2025 8:00 pm
  • Updated:June 2, 2025 8:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে বড্ড ব্যস্ত রণবীর কাপুর। হাতে একগুচ্ছ কাজ। কখনও সঞ্জয় লীলা বনশালি, তো কখনও নীতেশ তিওয়ারির সেটে ঘাম ঝরাচ্ছেন কাপুরনন্দন। ‘ওয়ার’ এবং ‘রামায়ণ’-এর মতো দুই মেগাবাজেট সিনেমার মুখ তিনি। উপরন্তু, অভিনেতার ‘ধুম ৪’ (Dhoom 4) ছবি নিয়ে দর্শক, অনুরাগীদের প্রত্যাশার পারদ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এমন আবহেই এবার যশ রাজ ফিল্মস-এর ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি নিয়ে বড় তথ্য ফাঁস হল।

Advertisement

বলিউড মাধ্যম সূত্রে খবর, খুব শিগগিরি শ্রীধর রাঘবন এবং প্রযোজক আদিত্য চোপড়া চিত্রনাট্য চূড়ান্ত করতে চলেছেন। প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফর খবর, মাসখানেক ধরেই শ্রীধর রাঘবনের সঙ্গে আদিত্য চোপড়া চিত্রনাট্যের কাজ দেখছেন। আপাতত খসড়া প্রস্তুতির কাজ চলছে। জানা গেল, রণবীর কাপুরও নাকি এই সিনেমার শুটিং শুরু হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। ‘ধুম ৪’ (Dhoom 4)-এর জন্য কাপুরনন্দনকে নির্বাচন করে নাকি নিশ্চিন্ত প্রযোজক আদিত্য। তাই চিত্রনাট্যের খসড়া প্রস্তুতির সময়ে রণবীরের ব্যক্তিত্বের কথা মাথায় রাখছেন পরিচালক। বিশ্বমানের ভিস্যুয়াল এফেক্ট, স্টোরি টেলিংয়ের কাজ হবে এই ছবিতে। তার জন্যে কড়া প্রস্তুতিও চলছে। সূত্রের খবর, ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবি পরিচালনার জন্য নাকি আদিত্য চোপড়া অয়ন মুখোপাধ্যায়ের কথা ভেবেছেন। যে পরিচালকের ফ্রেমে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় শিবা হিসেবে ধরা দিয়েছিলেন রণবীর কাপুর। দু’ জনের বন্ধুত্বও দারুণ। উল্লেখ্য, অয়ন সম্পর্কে প্রযোজক আদিত্য চোপড়ার স্ত্রী তথা অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের তুতোভাই। তাহলে কি এই মেগাবাজেট সিনেমা হিট করাতে শেষমেশ শ্যালকের উপরই ভরসা রাখলেন আদিত্য চোপড়া? ২০২৬ সালের এপ্রিল মাসে শুরু হবে ‘ধুম ৪’ সিনেমার শুটিং। ইতিমধ্যেই অয়ন মুখোপাধ্যায়ের কাছে পরিচালনার প্রস্তাব গিয়েছে বলে গুঞ্জন।

Ranbir-Kapoor

প্রসঙ্গত, ‘ধুম’ সিরিজের ছবিতে খল চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি কৌতূহল থাকে। এর আগে সেই একই চেয়ারে বসে বক্স অফিস কাঁপাতে দেখা গিয়েছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানদের। এবার সেই ব্লক ব্লাস্টার সিনেমার লিগ্যাসি বহন করবেন রণবীর কাপুর। তবে এত চমকের মাঝে একটা দুঃসংবাদও রয়েছে! এবারের সিনেমায় পুলিশ অফিসারের ভূমিকায় আর অভিষেক বচ্চনকে দেখা যাবে না। উদয় চোপড়া আগেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে ফেলেছেন। শোনা যাচ্ছে, পরিবর্তে দুই পুলিশ অফিসারের চরিত্রের জন্য যশরাজ ফিল্মসের তরফে প্রস্তাব গিয়েছে বলিউডের নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার কাছে। যশরাজের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। পরবর্তী দু’টি ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন যথাক্রমে হৃতিক রোশন এবং আমির খান। এবার অ্যাকশন প্যাকড ‘ধুম ৪’ ছবিতে ধূসর চরিত্রে বক্স অফিস কতটা কাঁপাতে পারেন রণবীর কাপুর? চোখ থাকবে সেদিকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ