সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’। মাঝে বয়ে গিয়েছে অনেকগুলো বছর। পরিবর্তন এসেছে জীবনের সব ক্ষেত্রেই। তা দেব-শুভশ্রীই হোক বা তাঁদের অনুরাগীদের ক্ষেত্রে। সময় যত এগিয়েছে ততই বেড়েছে এই ছবির জন্য অপেক্ষা। যা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। শুধু তাই নয় দেব ও শুভশ্রীর অনুরাগীদের তরফে বারবার যে প্রশ্ন উঠে এসেছে তা হল ‘ধূমকেতু’ কবে মুক্তি পাবে? ভক্তকুলের এই সম্মিলিত চাওয়াই কোথাও গিয়ে হাতেনাতে ফলাফল পেল। তবে ছবি মুক্তির খবর প্রকাশ্যে আসার পর আরও এক প্রশ্ন ভক্তদের মনে ঘুরেফিরে এসেছে তা হল এই ছবির প্রচারে কি একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে? প্রথমে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যাবে না বলে শোনা গেলেও এবার বোধহয় তাতে পরিবর্তন হতে চলেছে। এবার একসঙ্গে এই ছবির প্রচারে ধরা দেবেন দেব ও শুভশ্রী। ফের টলিপাড়ার হিট জুটিকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ইতিমধ্যেই ছবির গান ও নানা প্রচারঝলক দর্শকের ভালবাসায় নেটপাড়ায় ভাইরাল।
বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসবে আগামী ৪ আগস্ট। তবে আর পাঁচটা ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের থেকে অনেকাংশে আলাদা হতে চলেছে এই অনুষ্ঠান তা প্রস্তুতিই বলে দিচ্ছে। সোমবার প্রকাশ্যে এসেছে দেব ও শুভশ্রীর ইনস্টাগ্রামে একটি ভিডিও। সেখানেই ঘোষণা করা হয় আগামী ৪ আগস্ট জমজমাটভাবে হবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। এখানেই শেষ নয়, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই পছন্দের জুটিকে দেখার জন্য রয়েছে পুরোদস্তুর টিকিটের ব্যাবস্থ। অর্থাৎ টিকিট কেটে, ভক্ত সমাবেশের মাধ্যমেই হবে এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। উল্লেখ্য, পছন্দের জুটিকে দেখার উৎসাহ ভক্তদের মধ্যে এতটাই যে টিকিত বুকিং শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই সমস্ত টিকিট বুকিং হয়ে যায়। শুধু তাই নয়, রয়েছে এদিনের অনুষ্ঠানের জন্য বেশ কিছু নিয়মাবলীও। বিগত দেড় দশকে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। তবে ‘ধূমকেতু’তেই শেষবারের মতো পর্দায় রোম্যান্স করেছেন তাঁরা। আর সেই সিনেমা নিয়েই দুই সুপারস্টার অনুরাগীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! কারণ, দেব-শুভশ্রী যে একসময়ে প্রেমের সম্পর্কে ছিলেন, সেকথা কারও অজানা নয়। তবে পরবর্তীতে সেই সমীকরণ বদলেছে। স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তান নিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখের ঘরকন্না।
View this post on Instagram
ধূমকেতু’ ছবিটি শুধুই একটি ছবি নয়। এই ছবি যেন বাংলা ছবির এক আবেগ। বিশেষ করে দেব ও শুভশ্রীর অনুরাগীদের কাছে। কারণ এই জুটির একসঙ্গে এটিই শেষ অভিনীত ছবি। টলিউডের এই জুটির বিচ্ছেদের ঘটনায় মন ভেঙেছিল তাঁদের অনুরাগীদের। এই ছবি যেন তাঁদের ক্ষততে প্রলেপ দেবে। ২০২৪ সালের শেষে মুক্তি পেয়েছিল দেব ও শুভশ্রীর ছবি ‘সন্তান’ ও ‘খাদান’। প্রযোজক রানা সরকার ঘোষণা করেছিলেন দেব ও শুভশ্রী দুজনেরই দুটি ছবি যদি দর্শক দেখেন ও ছবি হিট করান তাহলে অবশ্যই ‘ধূমকেতু’ মুক্তি পাবে। তাহলে কী এবার কথা রাখছেন তিনি? যদিও এসব ভুলে আপামর বাংলা ছবির দর্শক মুখিয়ে রয়েছেন ‘ধূমকেতু’র মুক্তির অপেক্ষায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.