Advertisement
Advertisement
Ranveer Singh Dhurandhar

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর সেটে কেলেঙ্কারি! আচমকাই লেহ’র হাসপাতালে ভর্তি ১০০ কলাকুশলী, বন্ধ শুটিং

ঘোর বিপদে রণবীর সিং! বন্ধ 'ধুরন্ধর'-এর শুটিং। কী হল?

Dhurandhar Shoot Halted; 100 Crew Members Of Ranveer Singh Film Hospitalised In Leh: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:August 19, 2025 9:02 am
  • Updated:August 19, 2025 9:21 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধুরন্ধর’-এর শুটিংয়ে একের পর এক বিপত্তি! দিন কয়েক আগেই ছবির নেপথ্য দৃশ্যে পাকিস্তানের পতাকা উড়তে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন ভারতীয় দর্শক-অনুরাগীরা। পহেলগাঁও সন্ত্রাসের আবহে যার জেরে রণবীরের পরবর্তী ছবি নিয়ে কম কাঁটাছেড়া হয়নি। সেই ক্যামেরাবন্দি দৃশ্য নেটপাড়ায় ভাইরাল হতেই বিতর্কের সম্মুখীন হয়েছিলেন রণবীর সিং। এবার নতুন উৎপাটন! আউটডোর শুটিং করতে গিয়ে সিনেমার একশো কলাকুশলীকে ভর্তি হতে হল হাসপাতালে।

Advertisement

মাসখানেক ধরেই রণবীর সিং ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ে ব্যস্ত। সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল থেকে আর মাধবনের মতো তাবড় তারকাদের নিয়ে মেগাবাজেট ছবি। অতঃপর এই সিনেমা ঘিরে দর্শকদের কৌতূহল গোড়া থেকেই তুঙ্গে। সম্প্রতি নিজের জন্মদিনে সেই ছবির লুক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেতা। তবে এবার ‘ধুরন্ধর’-এর জন্যই ফের একবার চর্চার শিরোনামে রণবীর। জানা গেল, ভূস্বর্গের লেহ’তে শুটিং চলছিল। আচমকাই সেটের একশোজন কলাকুশলী অসুস্থ হয়ে পড়ায় শুটিং ফেলে তাঁদের নিয়ে হাসপাতালে ছুটতে হয়। বলিউড মাধ্যম সূত্রে খবর, আউটডোর শুটিংয়ে খাদ্যে বিষক্রিয়ার জেরেই ওই একশোজন অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সন্ধেবেলার ঘটনা। কারও মাথাব্যথা, কেউ বমি করেই চলেছেন। আবার কারও পেট ব্যথা কিছুতেই কমতে চাইছে না। পরিস্থিতি বেগতিক দেখে সকলকে সজল নারবু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, গণহারে খাদ্যে বিষক্রিয়া ঘটেছে।

Pakistan Flag On Sets Of Ranveer Singh's Dhurandhar Leaves Netizens Angry

ওই হাসপাতালেরই জনৈক অভিজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, “একশোজনের চিকিৎসা চলছে। আমরা যতটা পারছি কড়া পর্যবেক্ষণে রাখছি। শুটিং পার্টি হাসপাতালে ভর্তি শুনেই স্থানীয়দের অনেকে ভিড় জমিয়েছিলেন। তবে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে।” উল্লেখ্য, ‘ধুরন্ধর’ আদতে বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি। যদিও ছবির কাহিনি নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। তবে শোনা যাচ্ছে, এই ছবিতে নাকি অজিত ডোভালের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। পাকিস্তানের মাটিতে দুঃসাহসী ভারতীয় গুপ্তচরদের কর্মকাণ্ড নিয়েই নাকি ছবির গল্প সাজানো হয়েছে। আর লেহতে সেই ছবির শুটিং চলাকালীনই এহেন কেলেঙ্কারি! যার জেরে আপাতত শুটিং বিশ বাঁও জলে!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ