Advertisement
Advertisement

আট ঘণ্টার শিফটে কাজ নিয়ে দীপিকাকে ব্যঙ্গ ফারহার! পালটা জবাব অভিনেত্রীর

কী প্রতিক্রিয়া দীপিকার?

Did Farah Khan and Deepika Padukone unfollow each other on Instagram
Published by: Arani Bhattacharya
  • Posted:October 1, 2025 9:35 am
  • Updated:October 1, 2025 9:37 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার শিফটে কাজ করার প্রসঙ্গকে কেন্দ্র করে নানা বাগবিতণ্ডার তৈরি হয়েছে। একাধিক পরিচালকের ছবি থেকে বাদ পড়েছেন দীপিকা আট ঘণ্টার শিফটে কাজের দাবী জানিয়ে। এই নিয়ে দীপিকাকে কটাক্ষ করতে ছাড়েননি পরিচালক ফারহা খানও। আর তারপরেই একে অপরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে।

Advertisement

সম্প্রতি ফারহা তাঁর ভ্লগে দীপিকার আট ঘণ্টার শিফটে কাজ করা নিয়ে মন্তব্য করেছিলেন। সম্প্রতি রাধিকা মদনের বাড়িতে গিয়েছিলেন ফারহা। তখন তাঁর সহকারী তাঁকে জিজ্ঞেস করেন, ‘আমাদের ভ্লগে দীপিকা ম্যাডাম কবে আসবেন?’ তার উত্তরে ফারহা বলেন, ‘দীপিকা এখন আসবে না। ও এখন আট ঘন্টার শিফটে ছাড়া কাজ করে না।’ এখানেই শেষ নয়, এরপর রাধিকা মদনের সঙ্গে তাঁর ছবি ‘মেরি আশিকি তুমসে হ্যায়’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে তাঁর অডিশন ও শুটিংয়ের সময় জানতে গিয়ে তিনি ফারহাকে বলেন, “কখনও ৫৬ ঘণ্টা কাজ করতাম কখনও আবার ৪৮ ঘণ্টা।’ এরপরে ফারহা তাঁকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘সেকি! আপনি আট ঘন্টার শিফটে শুটিং করতেন না?’ তাতে রাধিক জানান, ‘না’। এর উত্তরে ফারহা বলেন, ‘এভাবেই সফল হওয়া সম্ভব হয়।’

ফারহার এই মন্তব্য থেকেই বোঝা যায় যে তিনি দীপিকার আট ঘণ্টার শিফটে কাজের দাবিকে একেবারেই সমর্থন করেন না। আর ফারহার এই ধরনের ব্যাঙ্গাত্বক মন্তব্যের পরই দীপিকা ও ফারহা একে অপরকে আনফলো করেছেন ইনস্টাগ্রাম থেকে। উল্লেখ্য, দীপিকা তাঁর ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন ফারহার হাত ধরেই। বড় পর্দায় ফারহার পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেই অভিষেক হয়েছিল দীপিকার। একসময় খুব ভালো সম্পর্ক তাঁদের দু’জনের মধ্যে থাকলেও এই মুহূর্তে তাতে বেশ খানিকটা ছন্দপতন হয়েছে তা বলাই বাহুল্য। যদিও বিতর্কের মুখে ফারয়া জানিয়েছেন এই জল্পনা একেবারেই ভিত্তিহীন। কারণ তাঁরা দু’জন একে অপরকে কখনই ফলো করতেন না। অন্যদিকে ফারহার এই উত্তরে দীপিকা হাতজোড় করে লিখেছেন, ‘আমিন’। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ