Advertisement
Advertisement
Diljit Dosanjh

‘সর্দারজি ৩’ বিতর্কে চাপে পড়েও পাক অভিনেত্রীর পাশে দিলজিৎ, কী যুক্তি দিলেন?

বিতর্ক যেন পিছু ছাড়ছে না দিলজিৎ দোসাঞ্ঝের।

Diljit Dosanjh breaks silence on Sardaar Ji 3 backlash over Hania Aamir casting
Published by: Sayani Sen
  • Posted:June 25, 2025 11:39 am
  • Updated:June 25, 2025 11:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সর্দারজি ৩’ বিতর্কে চূড়ান্ত বিপাকে অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। ভারতীয়দের ভাবাবেগে তিনি আঘাত করেছেন বলেই অভিযোগ। তা সত্ত্বেও নতিস্বীকার নয়। অবশেষে মুখ খুললেন অভিনেতা। বিতর্কের পরেও পাক অভিনেত্রী হানিয়া আমিরের পাশে দাঁড়ালেন তিনি।

তিনি বলেন, “যখন এই ছবিটি তৈরি হয়েছে তখন পরিস্থিতি ঠিকই ছিল। ফেব্রুয়ারি মাসে শুটিং হয়েছিল। সেই সময় সব ঠিক ছিল। তারপর পরিস্থিতি বদলে যায়। ছবি তৈরিতে প্রযোজকের অনেক টাকা খরচ হয়েছে। ঠিক করেছেন ভারতে মুক্তি না পেলে, বিশ্বের অন্যত্র হবে। আর্থিক ক্ষতি সম্পর্কে সম্পূর্ণ সচেতন প্রযোজক।” অভিনেতা বারবারই বলেন, “এখন পরিস্থিতি আমাদের হাতে নেই। সুতরাং যদি প্রযোজক চান ভারতের বাইরে ছবির রিলিজ হবে, তাহলে পূর্ণ সমর্থন করি।”

প্রসঙ্গত, গত কয়েকবছর নিজের কাজের মাধ্য়েমে আমজনতার মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন। একই বছরে ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন। চলতি বছরে মেট গালায় অংশ নেন ‘সর্দারজি’। যা সকলের মন কেড়েছে। তবে পাঞ্জাবি সঙ্গীত শিল্পী দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনও গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি জটে জড়িয়েছেন। ‘পাঞ্জাব ৯৫’ নামে ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি। সম্প্রতি পাক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সিনে সংগঠকদের তরফে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। পাসপোর্ট বাতিলেরও দাবি করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement