Advertisement
Advertisement
Diljit Dosanjh Emmy Awards 2025

বিতর্কের মাঝে Emmy মনোনয়নে দিলজিৎ দোসাঞ্ঝ, হলিউড তারকাদের ভিড়ে সেরা অভিনেতার দৌড়ে ‘চমকিলা’

সেরা অভিনেতার দৌড়ে কাদের সঙ্গে প্রতিযোগিতা?

Diljit Dosanjh Credits Imtiaz Ali For International Emmy Nomination
Published by: Sandipta Bhanja
  • Posted:September 26, 2025 9:57 am
  • Updated:September 26, 2025 9:59 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতজুড়ে কনসার্ট করতে গিয়ে গানের কথার জন্য বিতর্কে জড়িয়েছিলেন। পাকিস্তানি তারকাদের সঙ্গে ‘সর্দারজি ৩’ ছবিতে অভিনয় করে বলিউডে বয়কটের মুখে পড়েন। যদিও বয়কটের ফাঁড়া কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন, তবুও নিজের শর্তে চলা ‘পাঞ্জাবি পপস্টার’কে নিয়ে সমালোচনা-বিতর্কের অন্ত নেই! এমন আবহেই আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন তালিকায় ঠাঁই পেলেন দিলদিৎ দোসাঞ্ঝ। বিশ্ব আঙিনায় তাবড় হলিউড তারকাদের ভিড়ে ভারতীয় বিনোদুনিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি।

Advertisement

‘অমর সিং চমকিলা’য় তুখড় পারফরম্যান্সের জন্য এমি অ্যাওয়ার্ডস ২০২৫ পুরস্কারে ‘সেরা অভিনেতা’র দৌড়ে নাম লিখিয়েছেন দিলজিৎ। শুধু তাই নয়, ‘বেস্ট টিভি মুভি ক্যাটাগরি’তেও ঠাঁই পেয়েছে ইমতিয়াজ আলি পরিচালিত এই মিউজিক্যাল বায়োপিক। এমি পুরস্কারের মনোনয়ন তালিকায় মোট দুটি বিভাগে নাম তুলে আপাতত গোটা দেশের চর্চায় ‘চমকিলা’। আটের দশকের খালিস্তানি মুভমেন্টে জ্বলন্ত পাঞ্জাবকে ‘নিষিদ্ধ প্রেমের ইস্তেহার’ শুনিয়ে চমকিলা-অমরজ্যোত জুটি নিশির ডাকে হাতছানি দিয়েছিল। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ইমতিয়াজ আলির এই মিউজিক্যাল ড্রামা নিঃসন্দেহে চব্বিশ সালের অন্যতম মাস্টারপিস ছিল। সেই সিনেমাই এবার নামজাদা আন্তর্জাতিক ছবির ভিড়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে। উল্লেখ্য, সেরা অভিনেতার দৌঁড়ে রয়েছেন- ব্রিটেনের ‘লুডউইগ’ সিনেমার জন্য ডেভিড মিশেল, ‘ইয়ো অ্যাডিক্টো’ ছবির জন্য স্পেনের ‘ওরিওল প্লা’ এবং কলম্বিয়ার ‘ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড’ ছবির জন্য ডিয়েগো ভাসক্যুইজ। এঁদের সঙ্গে ‘চমকিলা’র প্রতিযোগিতা।

বৃহস্পতিবার রাতে অনুরাগীদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়ে পরিচালক ইমতিয়াজ আলির উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিলজিৎ। ‘পাঞ্জাবি পপস্টারে’র ইনস্টা স্টোরিতে উল্লেখ, “এই সবকিছুই সম্ভব হয়েছে ইমতিয়াজ আলি স্যরের জন্য।” সেরা অভিনেতার মনোনয়ন পাওয়ায় পরিচালকও তাঁর ‘বাধ্য ছাত্র’কে প্রশংসায় ভরিয়ে দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ইমতিয়াজের পোস্টে লেখা- “দিলজিৎ তুমি আমাদের গর্বিত করলে। এই সম্মান তোমারই প্রাপ্য।” ভিডিও বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে ইমতিয়াজের মন্তব্য, “ইতিমধ্যেই প্রচুর শুভেচ্ছাবার্তা পেয়েছি। অসংখ্য মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যিই এটা আমার কাছে বড় বিষয়। পাঞ্জাবের যে সমস্ত মানুষদের অবদান রয়েছে এই সিনেমায়, তাঁদের পাশাপাশি পুরো ‘চমকিলা’ টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই ছবি পাঞ্জাব প্রদেশের মাটির কথা বলে। দিলজিৎ তোমাকে আবারও ধন্যবাদ।” এমি পুরস্কারে ‘অমর সিং চমকিলা’র মনোনয়নে গর্বিত পরিণীতি চোপড়াও। এই ছবিতে চমকিলার প্রেমিকা ‘অমরজ্যোৎ’-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ