Advertisement
Advertisement
Diljit Dosanjh

নিউ ইয়র্কে দিলজিৎ দোসাঞ্ঝ, প্রথমবার মেট গালার লাল গালিচা মাতাবেন পাঞ্জাবি তারকা

এবার মেট গালায় বিশেষ নজর পুরুষদের পোশাকের উপর।

Diljit Dosanjh officially confirmed his debut at Met Gala 2025
Published by: Sayani Sen
  • Posted:May 4, 2025 7:16 pm
  • Updated:May 4, 2025 7:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে মেট গালার লাল গালিচা মাতাবেন দিলজিৎ দোসাঞ্ঝ। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ছবি শেয়ার করে জল্পনায় সিলমোহর দিয়েছেন খোদ পাঞ্জাবি তারকা। ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন তিনি। 

Advertisement

নিউ ইয়র্কে পৌঁছনোর পর পাঞ্জাবি তারকা প্রথম পোস্টে লেখেন ‘ফার্স্ট টাইম’। যার বাংলা তর্জমা করলে হয়, ‘প্রথমবার’।

Diljit Dosanjh

পরেরটিতে মেট গালার অভ্যর্থনার ছবি পোস্ট করেন। যেখানে একটি কালো রিবন বাঁধা ‘ওয়েলকাম কিট’ দেখা গিয়েছে।

Diljit-Dosanjh

বলে রাখা ভালো, এবার মেট গালায় শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যাবে অন্তঃসত্ত্বা কিয়ারা আডবানি এবং দিলজিৎ দোসাঞ্ঝকেও। ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনও ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ ও দিলজিৎরা। 

নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ