সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ‘নয়ন রহস্য’ টিম নিয়ে চেন্নাইয়ে শুটিং করতে গিয়েছিলেন সন্দীপ রায় (Sandip Ray)। ‘হত্যাপুরী’র পর তাঁর হাত ধরে আবারও নতুন ‘মিস্ট্রি’ সমাধানে ফেলু মিত্তিরকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। গত সপ্তাহেই চেন্নাই পৌঁছে পুরোদস্তুর শুটিং শুরু করেন। তবে কয়েক দিন বাদেই শুরু হয় বেদম কাশি। এরপরই শরীর আরও দুর্বল হয়ে পড়ে।
শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় তড়িঘড়ি গোটা ইউনিটকে নিয়ে কলকাতায় ফিরে আসতে হল সন্দীপ রায়কে। প্রাথমিক অনুমান বর্ষীয়ান পরিচালক ভাইরাল জ্বরে আক্রান্ত। আউটডোর শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়াতেই কলকাতায় ফিরে আসতে হল ‘নয়ন রহস্য’ টিম নিয়ে। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন সত্যজিৎপুত্র। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন। সুস্থ হলেই ফের গোটা ইউনিট নিয়ে ফ্লোরে ফিরবেন।
প্রসঙ্গত, সন্দীপ রায় পরিচালিত আগামী ছবি ‘নয়ন রহস্য’র সিংহভাগ ছবির শুটিং হয়ে গিয়েছে। তবে মাদ্রাজের প্রেক্ষাপটে যে গল্প, চেন্নাইতে এখনও দিন কয়েকের শুটিং বাকি। সুস্থ হলেই সেই কাজে হাত দেবেন সন্দীপ রায়। এই ছবিতেও ফেলুদা হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। লালমোহনের ভূমিকায় অভিজিৎ গুহ এবং তোপসের চরিত্রে আয়ুষ দাস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.