Advertisement
Advertisement
Srijit Mukherjee

আচমকা অসুস্থ পরিচালক সৃজিত, ভর্তি হাসপাতালে

কেমন রয়েছেন পরিচালক?

Director Srijit Mukherjee admitted in hospital
Published by: Sayani Sen
  • Posted:April 19, 2025 10:53 am
  • Updated:April 19, 2025 4:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা অসুস্থ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে মাথা ঘোরা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় তাঁর। তড়িঘড়ি বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে খবর।

Advertisement

জানা গিয়েছে, শনিবার সকালে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ঠিক কী হয়েছে পরিচালকের, তা এখনও স্পষ্ট নয়। ওই রিপোর্টগুলি হাতে পাওয়ার পরই সম্ভবত নিশ্চিত হতে পারবেন চিকিৎসকরা। 

সদ্যই লিমকা বুক অফ রেকর্ডসের তালিকায় স্থান দখল করেছে সৃজিতের ‘অতি উত্তম’। ইনস্টাগ্রামে গর্বের কথা শেয়ার করেছেন তিনি। সম্মান স্মারকের ছবি নিজে পোস্টও করেন পরিচালক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

আবার প্রেক্ষাগৃহে হইহই করে চলছে তাঁর নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল এই ছবিটি। পয়লা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি। প্রেক্ষাগৃহে আপাতত রমরমিয়ে চলছে নতুন ছবি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ প্রায় সকলে। হল ভিজিট-সহ নানা কাজে আপাতত ব্যস্ত পরিচালক। জানা গিয়েছে, সপ্তাহান্তে নাকি একাধিক পরিকল্পনা ছিল তাঁর। এদিকে, আবার জুন মাস থেকে ‘লহো গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যায় দিব্যজ্যোতি দত্তকে। নটী বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে। এই ছবিটি কেমন হয়, সেদিকে আপাতত তাকিয়ে প্রায় সকলেই। তারই মাঝে পরিচালকের আচমকা অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সৃজিতের দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ