সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখনও পর্যন্ত পায়ের মাটি শক্ত করতে পারেননি অভিনেত্রী দিশা। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা অনেকই। একটা ছবি আপলোড করলেই লাইকের সংখ্যা বেড়ে লক্ষাধিক। সেই দিশা পাটানিই এখন ব্যস্ত বারাণসীতে নতুন ছবির শুটিংয়ে। আর সেই শুটিংয়ের ফাঁকে কাশী বিশ্বনাথ দর্শন করছেন। দশাশ্বমেধ ঘাটে আরতি করছেন। তবে এই আরতির ফলে যে তাঁকে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হবে তা ভাবতেও পারেননি দিশা।
কাণ্ডটা হল, ক্রপ টপ পরে দশাশ্বমেধ ঘাটে আরতি করছিলেন দিশা। ছোট পোশাক পরে গঙ্গার ঘাটে আরতি করায় সবার নজর গিয়ে পড়েছিল দিশার উপর। দিশা সেটা বুঝতে পেরেই নিজেকে ছোট চাদর দিয়ে ঢেকে নেন। আর সেই ভিডিও দেখেই হইহই কাণ্ড নেটপাড়ায়।
Disha Patani Doing Ganga Arti in Varanasi 🙏❤
— Disha Patani Fan Club ❤️ (@satyam20157)
নেটিজেনদের একাংশ দিশাকে নোংরা ভাবে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই বলেন, এরকম পোশাকে পুজো কীভাবে করতে পারেন কেউ। অনেকের মতে এটা একেবারেই ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না। তবে এই ভিডিও ভাইরাল হলেও, ঘটনা নিয়ে মুখ খোলেননি দিশা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.