সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে হওয়া হামলার পর অভিনেত্রীর পরিবারকে দেওয়া কথা রেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার তাঁকেই ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠালেন দিশার বাবা জগদীশ পাটানি।
১২ সেপ্টেম্বর অভিনেত্রীর উত্তরপ্রদেশের বরেলির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা। অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি এসে বাইরে থেকে অভিনেত্রীর বাড়ি লক্ষ্য করে প্রায় ১০-১২ রাউন্ড গুলি চালিয়েছিল। অভিনেত্রীর বাবা জানিয়েছিলেন তাঁর পোষা সারমেয়র চিৎকারে সতর্ক হয়েই বরাতজোরে বেঁচেছেন তিনি। এই ঘটনার পর দিশার পরিবারকে এর সঠিক ব্যবস্থা নেওয়ার কথা দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। সেই কথা তিনি রেখেছেন। দুই দুষ্কৃতিকে গুলিতে ঝাঁজরা করেছে যোগী সরকারের পুলিশ। আর তারই ধন্যবাদ বার্তা স্বরূপ জগদীশ পাটানি বলেন, “আমার পরিবারের সকলের তরফে মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি কথা দিয়েছিলেন এবং সেই কথা রেখেছেন। ওনার মধ্যস্ততার কারণেই দুষ্কৃতিদের এত তাড়াতাড়ি শিক্ষা দেওয়া সম্ভব হয়েছে।”
গত ২৯ জুলাই দিশা পাটানির বোন খুশবু পাটানি প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে একটি মন্তব্য করেন। মহিলাদের সম্পর্কে ওই সন্তদের বক্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে দেন। আপাতভাবে পরিস্থিতি শান্ত হলেও শুক্রবার ভোরে দিশা পাটনির বাবা প্রাক্তন পুলিশকর্তা জগদীশ পাটনির বাড়িতে হামলা চালানো হয়। বাইকে করে এসে কয়েকজন এলোপাথাড়ি গুলি ছোড়ে বাড়ি লক্ষ্য করে। ওইসময় বাড়িতে ছিলেন অভিনেত্রীর বাবা। অল্পের জন্যও রক্ষা পান তিনি। এই ঘটনার পর অভিনেত্রীর বাবা জগদীশ পাটানি জানান, “বরাতজোরে রক্ষা পেয়েছি। আর একটু হলেই বিপদ হয়ে যেত। প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালিয়েছে ওরা। আর একটু হলেই তা আমার গায়ে লাগত।” এই বাড়িতেই সপরিবারে থাকেন জগদীশ। অভিযোগ ছিল হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। যার জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করে দুষ্কৃতিরা। এপ্রসঙ্গে জগদীশ জানিয়েছিলেন, ” “আমরা সাধুসন্তদের সম্মান করি। অকারণে আমার মেয়েদের এর মধ্যে জড়ানো হচ্ছে। আমরা সনাতনী ধর্মে বিশ্বাসী। “
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.