Advertisement
Advertisement
Diwali 2023

কেউ পার্টিতে মশগুল, কারও পছন্দ ঘরোয়া আড্ডা, উৎসবে মাতলেন তারকারা

ভাষা যার যার উৎসব সবার।

Diwali 2023: Here is how Bollywood and Tollywood celeb celebrated | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:November 12, 2023 5:08 pm
  • Updated:November 12, 2023 5:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাষা যার যার উৎসব সবার। সুতরাং দিওয়ালি হোক বা দীপাবলি, কিংবা হোক কালীপুজো, উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তারকারাও ব্যতিক্রম নন। কারও জীবনে পার্টির উল্লাস, কেউ ঘরোয়া আড্ডাতেই বেশি স্বচ্ছন্দ্য। 

Advertisement

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দীপাবলি কাটছে মুম্বইয়ে। সেখানকার শুটিংয়ের ছবিই শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে। এদিকে এক বন্ধু তথা শুভচিন্তকের কবিতা টুইট করে সকলের জীবনে সুখ ও শান্তির কামনা করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। 

 

কিছুদিন আগেই নিজের জন্মদিন পালন করেছেন। এবার দীপাবলিতে শাড়ির সাজে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: বিরাটদের দিওয়ালি পার্টিতেই স্পষ্ট অনুষ্কার বেবিবাম্প! দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কেন চুপ বিরুষ্কা?]

দীপাবলিতে সারা ঘর আলোয় সাজিয়ে দিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রদীপের আলোতেও আলোকিত করেছেন নিজের অন্দর মহল। ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

দীপাবলির আনন্দে নুসরত আর যশের যেন রংমিলান্তি। নিজেদের প্রোফাইলে আলাদাভাবে ছবি শেয়ার করেছেন টলিপাড়ার তারকা যুগল। কিন্তু কালার কম্বিনেশনেই যেন ভালোবাসা জাহির করে দিয়েছেন। 

Yash-Nusrat

সবার জীবন ভরে উঠুক আলোয়। এই কামনা করেছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। হলুদ রঙের কুর্তিতে সেজেছিলেন তারকা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ফের মা হতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাই এবারের দীপাবলি তাঁর কাছে একটু বেশিই স্পেশাল। ইনস্টা স্টোরির মাধ্যমেই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। 

Subha

বলিউডে এবার দিওয়ালি পার্টিতে সুপারহিট করিনা কাপুর ও সইফ আলি খান। তারকা দম্পতির ডাকেই হাজির হয়েছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর, করিশ্মা কাপুর, অর্জুন কাপুর, শর্মিলা ঠাকুর, ইব্রাহিম, সারা আলি খান, আদার জৈনরা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

একে কালো কুর্তা, তায় আবার বিয়ার্ড লুক। দিওয়ালি এভাবেই জমিয়ে দিয়েছেন ভিকি কৌশল। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ছেলে যশ ও মেয়ে রুহিকে নিয়ে ধর্মা প্রোডাকশনের অফিসে পুজো দেন করণ জোহর। সেই ছবি শেয়ার করে জানান দিওয়ালির শুভেচ্ছা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: পাক মুলুকে ভারতের জাতীয় সঙ্গীত, ধুন্ধুমার অ্যাকশনে যেন দিওয়ালি ধামাকা ‘টাইগার ৩’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ