Advertisement
Advertisement
Drishyam 2

বক্স অফিসে রেকর্ড ব্যবসা ‘দৃশ্যম ২’র , ছবির সাফল্যে খুশি হয়ে ফের সিক্যুয়েলের পরিকল্পনায় ‘দৃশ্যম’ টিম

হিন্দি ও মালায়লম দুই ভাষাতেই তৈরি হবে 'দৃশ্যম ৩'।

'Drishyam 3' is coming Hindi and Malayalam will release on the same day | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 22, 2022 4:57 pm
  • Updated:November 22, 2022 4:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিস কাঁপাচ্ছে অজয় দেবগনের ‘দৃশ্যম ২’। ছবির গল্পে থাকা টুইস্টে চমকে উঠছেন দর্শক। বলিউড সূত্র বলছে, কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া’ ছবির রেকর্ড ভাঙতে চলেছে ‘দৃশ্যম ২’। এরই মাঝে বলিউডে ছড়িয়ে পড়ল দারুণ একটা খবর। সূত্র বলছে, খুব শীঘ্রই নাকি ‘দৃশ্যম ৩’ তৈরি করতে চলেছেন ছবির প্রযোজক কুমার মঙ্গত। ইতিমধ্যেই নাকি ছবির চিত্রনাট্য নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এখনই এই নিয়ে কোনও কিছু ফাঁস করতে চাইছেন না ‘দৃশ্যম’ টিম।

Advertisement

২০১৩ সালে মুক্তি পায় পরিচালক জিতু জোসেফের মালায়লম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে এই ছবির হিন্দি রিমেক তৈরি করেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই ছবিও দারুণ হিট হয়। এরপর কয়েকবছর পরেই মালায়লম ভাষাতেই মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সেই ছবি ওটিটিতে দারুণ সাফল্য পায়। এরপরই ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেক বানান প্রযোজক কুমার মঙ্গতের ছেলে অভিষেক পাঠক। শোনা যাচ্ছে, অভিষেকই নাকি ‘দৃশ্যম ৩’ পরিচালনা করবেন।

[আরও পড়ুন: চোখেমুখে রাগ, হাতে ত্রিশূল,’ভোলা’ ছবির টিজারে চমক দিলেন অজয় দেবগন! ]

প্রথম সপ্তাহেই ৬৪ কোটি টাকা ঝুলিতে ভরেছে ‘দৃশ্যম টু’। যেখানে একই সময়ে ‘ভুল ভুলাইয়া ২’-এর সংগ্রহে ছিল ৫৫.৯৬ কোটি। রিমেক হওয়া সত্ত্বেও কোনও বলিউড ছবি নিয়ে এত হইচই আগে ঘটেনি। আইনের চোখে ধুলো দিয়ে পুলিশের প্রতিটি চালে পাল্টা চাল দেয় বিজয় সালগাঁওকর। সেই বিজয়ের ভূমিকায় অভিনয়ই করেই বাজিমাত করেছেন অজয় দেবগন।

[আরও পড়ুন: পরীমণির সঙ্গে তুমুল ঝগড়া, বিতর্কে জল ঢেলে রাজের সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত বিদ্যা সিনহা মিমের ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ