Advertisement
Advertisement
Dulquer Salmaan

‘ছবি তোলার অজুহাতে যৌনাঙ্গ চেপে ধরেছিলেন’, বয়স্ক মহিলার হাতে চূড়ান্ত নিগৃহীত সলমন

ষন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণী তারকা।

Dulquer Salmaan Shares shocking experience of a women touching Him Inappropriately | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 19, 2023 8:06 pm
  • Updated:August 19, 2023 8:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স্ক মহিলার হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন দক্ষিণী তারকা দুলকার সলমন (Dulquer Salmaan)। কী হয়েছিল তাঁর সঙ্গে? অভিনেতার দাবি, ছবি তোলার অজুহাতে যৌনাঙ্গ চেপে ধরেছিলেন ওই মহিলা।

Advertisement

Dulquer-Salmaan-1

দক্ষিণী সুপারস্টার মামুত্তির ছেলে সলমন। তবে নিজের অভিনয়ের জোরেই গ্ল্যামার দুনিয়ায় সাফল্য পেয়েছেন তিনি। বলিউডের অভিনয় করেছেন তিনি। ‘জোয়া ফ্যাক্টর’, ‘কারওয়া’র মতো ছবিতে দেখা গিয়েছে সলমনকে। গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজ ও ডিকে পরিচালিত ওয়েব সিরিজ ‘গানস অ্যান্ড গুলাবস’। তাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা। সিরিজ নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়েই অতীতের ষন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেতা।

[আরও পড়ুন: সানির ‘গদর ২’র তুমুল সাফল্যের পর ‘বর্ডার ২’র পরিকল্পনা শুরু! এবার কোন যুদ্ধের কাহিনি?]

প্রিয় তারকাকে কাছে পেলে অনেকেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। অটোগ্রাফের জমানা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এখন সেলফি তোলার হিড়িক দেখা যায়। এমন অভিজ্ঞতা সলমনও আছে। অভিনেতা জানান, এক ছবির প্রচার মঞ্চে বয়স্ক মহিলারা তাঁর সঙ্গে ছবি তুলতে এসেছিলেন। একজন হঠাৎ করে তাঁর গালে চুম্বন করেন। হাসিমুখেই তা মেনে নেন দক্ষিণী তারকা। কিন্তু তারপরই হয় ভয়ংকর অভিজ্ঞতা।

Dulquer-Salmaan-2

দুলকর জানান, আরও একজন বয়স্ক মহিলা ছবি তুলতে আসেন। কিন্তু ছবি তোলার অজুহাতে তাঁর যৌনাঙ্গ চেপে ধরেন। তীব্র যন্ত্রণা হচ্ছিল অভিনেতার। কিন্তু মুখে হাসি রাখতে বাধ্য হচ্ছিলেন। কারণ সামনে তখন হাজার হাজার দর্শক। সেই অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি বলেই জানান সলমন।

[আরও পড়ুন: দেবীর অভ্যাস! মেয়েকে ঘুম পাড়াতে ‘হনুমান চাল্লিশা’ শোনাচ্ছেন করণ, ভিডিও পোস্ট বিপাশার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement