সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখতে দেখতে পুজো শেষ। দশমীতে মা দুগ্গার বিদায়ের পালা। চোখে জল নিয়েই দুর্গাকে বরণ। বরণ শেষে সিঁদুরখেলা। মুম্বইয়ের মুখার্জি বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে উঠলেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নিলেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখার্জি বাড়ির লোকেরা। আর সেখানেই কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে।
View this post on InstagramAdvertisement
দিন কয়েক আগে পুজোর আবহে বিদেশ থেকে কলকাতায় ফিরেছেন। স্বামী সঞ্জয় এবং ছেলেকে নিয়ে কলকাতায় ঠাকুরদর্শনও করেছেন। নবমী নিশিতে সেই ছবি ভাইরাল হতে না হতেই দশমীর দিন মুম্বইয়ের মুখার্জিদের পুজোয় কাজলের সঙ্গে সিঁদুর খেলতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। জানা গেল, মুম্বইয়ের বেশ কিছু পুজোয় আমন্ত্রণ ছিল অভিনেত্রীর। কাছের মানুষদের আমন্ত্রণ আবদার রাখতেই ব্যস্ত শিডিউলেও মুম্বই ছুটেছেন তিনি। ঋতুপর্ণা জানিয়েছেন, রানি-কাজলদের পরিবারের সকলেই তাঁকে ভালোবাসেন। একাধিকবার যেতে বলেছিলেন। তাই নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় যোগ দেওয়া। আর বিদায়বেলায় যখন গেলেনই, তখন সিঁদুরখেলার সুযোগ হাতছাড়া করেননি ঋতুপর্ণা।
View this post on Instagram
অন্যদিকে টলিপাড়াতেও দেবীবরণ শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মীবারে সাতসকালে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবে মাকে বরণ করে সিঁদুর খেলেছেন অপরাজিতা আঢ্য। আরেকটু বেলা বাড়তেই আরবানার পুজোমণ্ডপে রাজ-শুভশ্রী। লাল টুকটুকে শাড়ি আর সোনার গয়নায় রাজকীয় সাজে উমাবরণ করতে দেখা গেল অভিনেত্রীকে। বিদায় বেলায় আসছে বছর মাকে আসার আমন্ত্রণ জানিয়ে স্বামী রাজের গালেও সিঁদুর ছুঁইয়ে দিলেন শুভশ্রী। বিকেল নাগাদ সরু লাল পাড় সাদা শাড়ি পরে মল্লিক বাড়িতে উমাবরণ করতে পৌঁছলেন কোয়েল মল্লিকও। পুজোর চারটে দিন ঘরের মেয়ে হিসেবেই সকলের সঙ্গে হাতে হাতে কাজ করেন তিনি। মায়ের বিদায় বেলাতেও একেবারে যথাসময়ে ভবানীপুরের পৈতৃক ভিটেতে হাজির কোয়েল।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.