সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাসপ্তমীতে অনুরাগীদের জন্য মহা-উপহার কোয়েল মল্লিকের। পুজোর দ্বিতীয় দিনে মেয়ে কাব্যর সঙ্গে আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, স্বামী নিসপাল সিং রানে, পুত্র কবীরের সঙ্গেও ফ্রেমবন্দি হল সুপারস্টার মায়ের মিষ্টি মুহূর্ত। আর সেই ব্লকবাস্টার ফ্রেম দেখেই কাব্যকে ভালোবাসায় ভরাল টলিউড।
তিলোত্তমার অভিজাত পরিবারের পুজোগুলির মধ্যে মল্লিক বাড়ির পুজো নিঃসন্দেহে অন্যতম। স্বাভাবিকভাবেই ভবানীপুরের এই মল্লিক বাড়ির পুজোর দিকে নজর থাকে সবারই। কারণ, ভাইদের নিয়ে এই পুজোর পুরোভাগে থাকেন অভিনেতা রঞ্জিত মল্লিক। রঞ্জিতকন্যা কোয়েলও পরিবারের সদস্যদের সঙ্গে হাতে হাত লাগিয়ে নেমে পড়েন পুজোর কাজে। আর পাঁচজন সাধারণ মেয়ের মতোই পুজোর এই পাঁচ দিন ঘরোয়া মেজাজে মল্লিক বাড়িতে ধরা দেন কোয়েল। ফি বছরের মতো এবারেও অভিনেত্রী মেতে উঠেছেন দুর্গা আরাধনায়। তবে এবারের পুজোটা কোয়েল অনুরাগীদের জন্য স্পেশাল। কারণ সপ্তমীর দুপুরে মেয়ে কাব্যর সঙ্গে সকলকে আলাপ করিয়ে দিলেন অভিনেত্রী এবং তাঁর প্রযোজক স্বামী নিসপাল সিং রানে।
দাদা কবীরের সঙ্গে রং মিলান্তি পোশাকে সেজেছে কাব্য। দুই ভাইবোনের পরনে হলুদ পোশাক। কবীর পরেছে হলুক পাঞ্জাবি আর কাব্য সেজেছে হলুদ লেহেঙ্গায়। মুখে একগাল হাসি। নরম তুলতুলে হাতে ধরা মায়ের আঙুল। কোয়েলের কোলে চড়ে ক্যামেরায় পোজ দিল কাব্য। আরেক ফ্রেমে বাবা নিসপালের কোলে দেখা গেল একরত্তিকে। আর সেই মিষ্টি ছবি দেখেই কবীর-কাব্যকে ভালোবাসায় ভরালেন মিমি চক্রবর্তী, ঋদ্ধিমা ঘোষ, পার্নো মিত্র, ঐন্দ্রিলা সেন-সহ আরও অনেকে। মল্লিক বাড়ির সপ্তমী পুজোর সমস্ত লাইমলাইট যে কাব্য কেড়ে নিল, তা বলাই বাহুল্য। ২০২৪ সালের দেবীপক্ষে মা হওয়া খবর দিয়েছিলেন কোয়েল মল্লিক। আর এই পুজোয় মেয়েকে কোলে নিয়ে ছবি উপহার দিলেন অনুরাগীদের।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.