সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফি বছর সপ্তমীতে রাজ-শুভশ্রীর প্যান্ডেল হপিং মাস্ট! চলতিবারেও তার অন্যথা হল না। সপ্তমীর দুপুরে ‘বলো দুগ্গা মাইকি’ বলে দুই সন্তানকে নিয়ে ঠাকুর দর্শনে বেরিয়ে পড়লেন সেলেব দম্পতি। তবে সাজপোশাকে ট্যুইস্ট রেখেছেন সুপারস্টার নায়িকা। মেয়ে ইয়ালিনীর সঙ্গে রং মিলান্তি হলুদ পোশাকে সেজেছেন শুভশ্রী। আর বাবা রাজ চক্রবর্তীর মতো দুধ সাদা ধুতি-পাঞ্জাবিতে ধরা দিল ইউভান চক্রবর্তী।
দাদা হিসেবে ‘প্রোমোশন’ হওয়ার পর থেকেই ইয়ালিনীর দিনভরের ছায়াসঙ্গী হয়ে উঠেছে ইউভান। বয়স পাঁচ বছর হলেও বোনের গতিবিধিতে তার কড়া নজর থাকে। রাজশ্রীর শেয়ার করা সপ্তমী স্পেশাল ফ্রেমেও সেই খুনসুটি দেখা গেল। মায়ের কোলে কাজকন্যে ইয়ালিনী। আর বাবার কোলে রাজপুত্র ইউভান। সপ্তমীর দুপুরে টলিউডের ‘চক্রবর্তী পরিবারে’র এহেন ব্লকবাস্টার ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিলেন অনুরাগীরাও। কোনও ফ্রেমে ধরা পড়ল রাজ-শুভশ্রীর রোম্যান্টিক মুহূর্ত, আবার কোনও ফ্রেমে দেখা গেল ইউভান-ইয়ালিনীর খুনসুটি। তবে ঠাকুর দেখতে বেরিয়ে জনস্রোত কিংবা প্যাঁচপ্যাঁচে গরমে কোনও বিরক্তি নেই তাদের, দিব্যি দুই খুদেতে মিলে মণ্ডপে সময় কাটাল। খিচুড়ি ভোগ খাওয়া থেকে ঢাক বাজানো, ক্যামেরায় ধরা পড়ল রাজ-শুভশ্রীর শারদোৎসব উদযাপনের নানা মুহূর্ত।
View this post on Instagram
পুজো এবার মহালয়ার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ঠাকুরদর্শনের জন্য উত্তর-দক্ষিণের প্যান্ডেলে প্যান্ডেলে জনস্রোত। কলকাতার অলি-গলিতে এখন উৎসবের মরসুম। আমজনতার মতো তারকারাও দুর্গাপুজোর আমেজে গা ভাসিয়েছেন। আর এই পুজোর সময়ে সেলেবদের ব্যস্ততা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। কেউ পুজোর মুখ আবার কেউ বা কোনও মণ্ডপে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকেন। তবে রাজ-শুভশ্রীর পুজোটা এবার অন্যরকম। কারণ দশ মাস বয়সি কন্যা ইয়ালিনীর এবার প্রথম দুর্গাপুজো। ২০২৪ সালের নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন শুভশ্রী। সেই প্রেক্ষিতেই সপ্তমী উপলক্ষে সপরিবারে বেরিয়ে পড়েছেন রাজ-শুভশ্রী।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.