সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে নতমস্তকে প্রার্থনা। পুজোর আসরে শশব্যস্ত ‘রাম’। এই দৃশ্য কোনও সিনেমার সেট নয়, বরং নর্থ বম্বে সর্বজনীনের মণ্ডপে পর্দার রঘুনন্দন রণবীর কাপুরকে দেখা গেল মায়ের অকালবোধনে। সপ্তমীর বিকেলে ফটোশিকারিদের লেন্সবন্দি হল এমনই সব আধ্যাত্মিক মুহূর্ত।
অয়ন মুখোপাধ্যায়ের কাছের বন্ধু হওয়ার সুবাদে মুখার্জি পরিবারের সঙ্গে রণবীরের আত্মীয়তা দীর্ঘদিনের। সেই প্রেক্ষিতেই মহাসপ্তমীর বিকেলে তাঁদের বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছিলেন রণবীর কাপুর। মাসখানেক আগেই পিতৃবিয়োগ ঘটেছে অয়নের। শশধর মুখোপাধ্যায়ের প্রয়াণে এবারের পুজোর জৌলুসও কম! তবে আড়ম্বরহীন হলেও ভক্তির খামতি নেই। সেই পুজোর আসরেই মধ্যমণি হয়ে উঠলেন ‘পর্দার রাম’ রণবীর কাপুর। কখনও পুরোহিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল তাঁকে তো কখনও বা আবার অয়ন, শর্বরীদের সঙ্গে আড্ডা দিলেন। এমনকী রানি-কাজলদের বাড়ির পুজোয় আগত দর্শনার্থীদের সই-সেলফির আবদারও মেটালেন বলিউড সুপারস্টার। এককথায় নর্থ বম্বে সর্বজনীনের সপ্তমী পুজোর আসর মাতিয়ে দিলেন অভিনেতা।
পরনে নীল কুর্তা, সাদা পাজামা। লাভ অ্যান্ড ওয়্যার ছবির জন্য গোঁফ রাখতে হয়েছে রণবীরকে। সেই লুকেই মুখার্জিদের পুজোয় ধরা দিলেন অভিনেতা। বলাই বাহুল্য, তারকাখচিত পুজো হলেও এদিনের সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন রণবীর কাপুর। রবিবার, ১৮ সেপ্টেম্বর, ষষ্ঠীর দিন ৪৩-এ পা দিয়েছেন অভিনেতা। আর সপ্তমীতে তাঁকে দেখা গেল মুখার্জিদের দুর্গাপুজোয়। পরিবারের সকলের সঙ্গে ছবিও তুললেন।
প্রসঙ্গত, রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বের ছবি শেষ করার একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত তিন বছর ধরে নিজেকে মনেপ্রাণে সঁপে দিয়েছিলেন অভিনেতা। বদল আনতে হয়েছিল বিলাসবহুল জীবনযাপনেও। নীতেশ তিওয়ারির ফ্রেমে রামের বেশে একের পর এক শট দিয়ে সেটের সকলকে চমকে দিয়েছেন। ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর ঝলক দেখিয়ে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেতা। তাঁকে রঘুনন্দনের ভূমিকায় দেখে সিনেবিশেষজ্ঞদের ভবিষ্যদ্বাণী, বিশ্বসিনেমার মানচিত্রে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ভারতীয় বিনোদুনিয়ার নামে নতুন মাইলফলক গড়তে চলেছে। বলিউড-দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির কাস্টিংয়ের মিশেলে এই পিরিয়ড ড্রামার মেগাবাজেট ইতিমধ্যেই চর্চার বিষয় হয়ে উঠেছে। এবার দুর্গোৎসবের আমেজে মাতলেন পর্দার রাম রণবীর কাপুরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.