সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে লাল পাড় সাদা শাড়ি। আঁচলে আঁকা মা দুর্গার অবয়ব। হাতে শাঁখা-পলা। সিঁথিতে সিঁদুর। সোনায় গয়নায় ‘সোহাগী’ নুসরত জাহান যেন অপরূপা। দশমীতে উমাবরণ করে ছেলে ঈশান আর সঙ্গী যশকে নিয়ে সপরিবারে হাসিমুখে ধরা দিলেন একফ্রেমে। অভিনেত্রীর সিঁদুর খেলার ফ্রেমবন্দি মুহূর্ত দেখে আপ্লুত অনুরাগীরাও। বিশেষ করে মাসখানেক ধরে চলতে থাকা বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ‘যশরত’ জুটিকে সিঁদুরে রাঙা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁরা। সেই প্রেক্ষিতেই নেটভুবনজুড়ে চর্চায় যশ-নুসরতের বিজয়া উদযাপনের মুহূর্ত।
ভিনধর্মী হয়ে শাঁখা-পলা সিঁদুর পরায় অতীতেও বিতর্কে জড়িয়েছিলেন নুসরত জাহান। তবে কোনওদিনই নিন্দুক-সমালোচকদের রক্তচক্ষুকে তোয়াক্কা করেননি। বরং কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে বরাবর সিঁদুরে সিঁথি রাঙিয়েছেন। হাতে তুলেছেন শাঁখা-পলা। চলতিবারেও তার অন্যথা হল না। পাশাপাশি তাঁর সঙ্গে উপরি পাওনা যশ আর ছেলে ঈশানের সঙ্গে একফ্রেমে তিনি। গত মাসে কানাঘুষো শোনা গিয়েছিল, ছেলের জন্মদিন একাই পালন করেছেন নুসরত। যশ তখন অন্যত্র ছিলেন! যদিও বিচ্ছেদ গুঞ্জনের পালে হাওয়া বাড়তেই একসঙ্গে হাসিমুখ দেখিয়ে ‘হাসিখুশি জুটি’ হিসেবে ধরা দিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার দশমীতেও সেই দৃশ্যের পুনরাবৃত্তি।
শত্তুরের মুখে ছাই দিয়ে উৎসবের মরশুমে কাছাকাছি যশ-নুসরত। নবমী নিশিতে ধরা দিয়েছিলেন জুটিতে। বিজয়া দশমীতেও ফ্রেমবন্দি হল তারকাজুটির ‘পিকচার পারফেক্ট ফ্যামিলি’। নুসরতের শেয়ার করা ছবিতেই দেখা গেল, তাঁর কোলে ছেলে ঈশান। উৎসবের অন্তিম লগ্নের আমেজও চেটেপুটে উপভোগ করছে খুদে। পাশেই দাঁড়িয়ে যশ। মুখে চওড়া হাসি। কপালে নুসরতের ছুঁইয়ে দেওয়া আলতো সিঁদুর। আহা! এই ছবিই সম্ভবত দেখার অপেক্ষায় ছিলেন যশরত ভক্তরা। তাই তো অভিনেত্রী বিজয়া পালনের মুহূর্ত সোশাল পাড়ায় ভাগ করে নিতেই উল্লাসে মেতেছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.