Advertisement
Advertisement

Breaking News

Durga Puja

বিয়ের পর প্রথম সিঁদুরখেলা দর্শনার, সঙ্গী স্বস্তিকা, লাল-সাদা শাড়িতে দেবীবরণে শুভশ্রীও

দেবীবরণে শুভশ্রীর সঙ্গী রাজ ও যুবান।

Durga Puja: Darshana Banik, Swastika Dutta, Subhashree Ganguly's Sindur Khela
Published by: Suparna Majumder
  • Posted:October 13, 2024 1:27 pm
  • Updated:October 13, 2024 1:27 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দশমীতে দেবীবরণের পালা। বিয়ের পর এই প্রথম পুজো দর্শনা বণিকের। প্রথম সিঁদুরখেলা চুটিয়ে উপভোগ করলেন অভিনেত্রী। সঙ্গী ছিলেন স্বস্তিকা দত্ত। এদিকে স্বামী রাজ চক্রবর্তী ও ছেলে যুবানকে নিয়ে লালপেড়ে সাদা শাড়ি পরেই উমাকে বরণ করতে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

Advertisement

বছরের এই কয়েকটা দিন বাঙালির বড় আনন্দের। দেবী দুর্গা যেন বাঙালির ঘরের মেয়ে হয়ে আসেন। ষষ্ঠীর বোধনের পর পুজো শুরু। কিন্তু নবমীর সন্ধ্যার পর থেকেই মনে বিসর্জনের সুর বাজতে থাকে। দশমী মাসে শুধুই বিসর্জন নয়। তার আগে থাকে দেবীবরণ ও সিঁদুরখেলা। এই প্রথমবার বিবাহিত হিসেবে সিঁদুর খেলায় মাতলেন দর্শনা বণিক। লাল টুকটুকে শাড়ি পরে দেবীকে বরণ করেন অভিনেত্রী। সেখানেই ছিলেন স্বস্তিকা দত্ত। তাঁর গালেও লাগে সিঁদুর।

শুভশ্রীও সকাল সকাল দেবীবরণের জন্য রওনা দেন। তাঁর সঙ্গী রাজ চক্রবর্তী ও যুবান। লাল-সাদা শাড়িতে সেজেছেন অভিনেত্রী। হাতে বরণের ডালা। তাঁর সামনে যুবানের হাত ধরে রাজ। পরিচালকের পরনে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি। যুবানের পরনেও রয়েছে পাঞ্জাবি। তাতে লাল নকশা করা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

শনিবার দেবীবরণ করেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। নুসরত জাহান আগেভাগেই বলে দিয়েছিলেন যে, এবার ছেলেকে নিয়ে মণ্ডপে যাবেন। ঠাকুর দেখাবেন। তাই-ই করেছেন। দশমীতে চুটিয়ে সিঁদুর খেলেছেন অভিনেত্রী। যশের কপালে ও গালেও ছিল সিঁদুর।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

মুম্বইয়ের মুখোপাধ্যায় বাড়িতেও বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠেন কাজল, রানি মুখোপাধ্যায়, তনিশারা। ঢাকের তালে কিছুটা নেচেও নেন। আর মণ্ডপেই কোলাকুলিতে মেতে উঠলেন মুখোপাধ্যায় বাড়ির সদস্যরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ