সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করল ইডি। গত মে মাসেই মিঠি নদীর পলি নিষ্কাশন কেলেঙ্কারিতে অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করেছিল মুম্বই পুলিশ। কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। যে মামলার তদন্তে শুক্রবার সাতসকালে ডিনোর বান্দ্রার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বলিউড অভিনেতাকে সমন পাঠাল ইডি।
জানা গিয়েছে, একা ডিনো নন, তাঁর ভাই সান্তিনো মোরিয়াকেও সংশ্লিষ্ট মামলার তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফে। আগামী সপ্তাহের মধ্যেই বয়ান রেকর্ড করার জন্য তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, মিঠি নদীর পলি নিষ্কাশনে ৬৫ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির তদন্তে শুক্রবার মুম্বই এবং কেরলের ১৫টি এলাকায় তদন্ত অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেই তালিকায় বলিউড অভিনেতা ডিনো মোরিয়া যেমন রয়েছেন, তেমনই বৃহন্মুম্বই পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার প্রশান্ত রামুগাড়ে এবং আরও বেশ কজন ঠিকাদারও রয়েছেন। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শুক্রবার সকালে এঁদের প্রত্যেকের বাড়িতে ইডির টিম পৌঁছে গিয়েছিল। প্রসঙ্গত, এর আগে শিব সেনা (উদ্ধব) ঘনিষ্ঠ অভিনেতা ডিনোকে দু’বার জেরা করে আর্থিক দুর্নীতি দমন শাখা। প্রশ্ন উঠেছে কীভাবে এই মামলার সঙ্গে ডিনো মোরিয়ার নাম জুড়ল? মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা সূত্রে খবর, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো মোরিয়া এবং তাঁর ভাই সান্তিনো মোরিয়ার একাধিকবার ফোনে কথা হয়েছে। কল লিস্ট ঘেঁটে সেই তথ্য প্রকাশ্যে আসতেই এবার ডাক পড়ল বলিউড অভিনেতার। আর সেই কারণেই সম্প্রতি মুম্বই পুলিশের তরফেও অভিনেতাকে তলব করা হয়।
বাণিজ্যনগরীতে মিঠি নদী (Mithi River Scam) বরবারই গুরুত্বপূর্ণ। বন্যা প্রতিরোধের জন্য এই নদীখাতের পলি পরিষ্কার করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল মুম্বই প্রশাসন। আর সেখানেই একটা বড় অঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব নিকেশ করতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে। মে মাসের ৩ তারিখ সিট গঠন করেছে মুম্বই পুলিশ। সেই প্রেক্ষিতেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যে তালিকায় পাঁচ ঠিকাদারও রয়েছেন। এবার চলতি মরশুমে যখন ভারী বর্ষণের জন্য জলমগ্ন মুম্বই, এমতাবস্থাতেই মে মাসে ডিনো মোরিয়াকে ডেকে পাঠায় মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। সংশ্লিষ্ট মামলায় জাল নথি পেশ, তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের তরফে যে টাকা দেওয়া হয়েছিল, সেটা খরচ করা হয়নি। তদন্তে উঠে এসেছে আরেক চাঞ্চল্যকর তথ্যও। জানা গেল, মিঠি নদী পরিষ্কার করার জন্য যে কর্মীদের নিযুক্ত করা হয়েছিল, তারা ভুয়ো লগবুক, স্লিপ জমা দিয়েছে। শুধু তাই নয়, ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি টাকার বিল বানানোর অভিযোগও রয়েছে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্ত এগোতেই অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.