Advertisement
Advertisement
ED Summons Mimi Chakraborty

‘শিবুর উচিত রক্তবীজ ২-এর প্রিমিয়ারে ED-কে আমন্ত্রণ জানানো’, মিমি-অঙ্কুশকে তলবে রসিকতা কুণালের!

'নিজদায়িত্বে রক্তবীজ ২-এর প্রচার করল ইডি...', ঠিক কী বললেন কুণাল ঘোষ?

ED summons Raktabeej 2 star Mimi Chakraborty, Ankush, Kunal Ghosh reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:September 15, 2025 2:35 pm
  • Updated:September 15, 2025 3:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অঙ্কুশ হাজরার পর এবার অবৈধ বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তীকে তলব ইডির। সামনেই দুই তারকার পুজো রিলিজ। প্রথমজন ‘রক্তবীজ ২’-এর ভিলেন ‘মুনির’, আর দ্বিতীয়জন সিনেমার অন্যতম মূল চরিত্র ‘সংযুক্তা’। মুক্তির প্রাক্কালে স্বাভাবিকভাবেই প্রচারে ব্যস্ত দুই তারকা। এমন আবহেই মিমি-অঙ্কুশের ‘ইডি তলব’ নিয়ে একাংশের মত, ‘সিনেমায় এর প্রভাব পড়তে পারে।’ তবে সংশ্লিষ্ট ইস্যুতে তৃণমূল নেতা কুণাল ঘোষের মত, “নিজদায়িত্বে ‘রক্তবীজ ২’-এর প্রচার করে দিল ইডি! শিবপ্রসাদের উচিত প্রিমিয়ারে ওদের আমন্ত্রণ জানানো।”

Advertisement

সোমবারই অবৈধ বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেন মিমি চক্রবর্তী। অন্যদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে ১৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার কথা ‘রক্তবীজ ২’-এর খলনায়ক ‘মুনির’ ওরফে অঙ্কুশের। এপ্রসঙ্গে ফেসবুক পোস্টে রসিকতা করে কুণাল ঘোষ লিখেছেন, “মিমিকে ইডির নোটিস। আইন আইনের পথে চলবে। নোটিস নিয়ে আমি বলার কেউ নই। তবে ‘রক্তবীজ ২’ ছবির প্রোমোশনে সাহায্য করার জন্য বাংলা ছবির দর্শকের তরফ থেকে এজেন্সিকে ধন্যবাদ। শিবুরা তো ইভেন্টের জন্য নানা সংস্থাকে নামিয়েছে। কে জানে বাবা কার কী কৌশল! ছবি সুপারহিটের পর মিমিও ওদের ধন্যবাদ দেবে।” তৃণমূল নেতার সংযোজন, “আমার ধারণা, মিমি কিংবা অঙ্কুশ, কারও বিরুদ্ধে গুরুতর কোনও অভিযোগ নেই। তবে রিলিজের প্রাক্কালে কাকতালীয়ভাবে সিনেমা দুই অভিনেতাকে ডেকে ইডি কিন্তু নিজদায়িত্বে বড় প্রচার করে দিল। এই পরিচালকজুটির সিনেমা মানেই সুপারহিট। পুজোর পর ইডি অফিসারদের ডেকে শিবুর মিষ্টি খাওয়ানো উচিত।”

উল্লেখ্য, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জেরে এযাবৎকাল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকাকে আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা। এবার সেই তালিকাতেই মিমি-অঙ্কুশের নাম!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ