সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মসিহা’ থেকে আইনের চোখে সোজা ‘ভিলেন’! কোভিডকালে মানুষের সেবা করে রিয়েল লাইফ হিরোর তকমা পেয়েছিলেন সোনু সুদ। এবার কিনা সেই মানবদরদী অভিনেতারই নাম জড়াল অবৈধ বেটিং অ্যাপ মামলায়। যার জেরে সোনু সুদকে সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।
সোমবারই সংশ্লিষ্ট মামলায় দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ন’ ঘণ্টা ম্যারাথন জেরার পর জানা যায়, মিমির বয়ানে সন্তুষ্ট ইডি আধিকারিকরা। এই একই মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের তলবে সাড়া দিয়ে মঙ্গলবার নির্ধারিত সময়ে পৌঁছে গিয়েছেন অঙ্কুশ হাজরাও। এদিন হাজিরা দেওয়ার কথা উর্বশী রাওতেলারও। এমন আবহেই এদিন খবর এল, এবার অবৈধ বেটিং অ্যাপ প্রচারের জন্য ইডির ব়্যাডারে সোনু সুদ। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে অভিনেতাকে হাজিরা দিতে হবে। জানা গিয়েছে, যুবরাজ সিং-কেও তলব করা হয়েছে।
সংশ্লিষ্ট বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কী কী শর্তে, কত টাকার বিনিময়ে, তারকাদের কত বছরের চুক্তি হয়েছিল? তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে এই ধরনের নানা তথ্যই অভিনেতার কাছ থেকে জানতে চাইতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রসঙ্গত, গত বছর থেকে এই বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকার পাশাপাশি ক্রিকেটারদেরও আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ, হরভজন-সহ একাধিক তারকা। জানা গিয়েছে, নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে ইডির চলতি তদন্তের প্রক্রিয়া হিসেবেই তারকাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রেক্ষিতেই এবার ডাক পড়ল সোনু সুদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.