Advertisement
Advertisement
Pahalgam Terror Attack

‘সন্ত্রাসের কোনও জাত-ধর্ম হয় না’, পহেলগাঁও কাণ্ডে ‘বদলার আগুনে’ জ্বলছেন ইমরান হাসমি

কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা নিয়ে কী মত অভিনেতার?

Emraan Hashmi says 'terrorism has no religion'
Published by: Sandipta Bhanja
  • Posted:April 29, 2025 7:48 pm
  • Updated:April 29, 2025 7:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। ‘ধর্মের ধ্বজা’ উড়িয়ে নিরীহ হিন্দু পর্যটকদের নির্বিচারে হত্যা করায় সাম্প্রদায়িক বিভাজন নীতিতে সরগরম নেটপাড়া! নাম-পদবীর জেরে রোষানলে পড়তে হচ্ছে মুসলিমদের। এমন আবহেই ইমরান হাসমি বলছেন, ‘সন্ত্রাসের কোনও জাত-ধর্ম হয় না।’

Advertisement

সদ্য মুক্তি পেয়েছে ইমরান অভিনীত ‘গ্রাউন্ড জিরো’। যে সিনেমা কিনা অশান্ত কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি। পহেলগাঁও আবহে ইমরানের ‘গ্রাউন্ড জিরো’ নিয়ে চর্চার অন্ত নেই। এমন আবহেই বৈসরন উপত্যকার হামলায় গর্জে উঠলেন তিনি। সন্ত্রাসবাদীদের বন্দুকের গুলিতে ২৬ জন নিরীহ হিন্দু পর্যটকদের হত্যাকাণ্ডকে ‘পূর্ব-পরিকল্পিত হামলা’ বলে সুর চড়ালেন ইমরান হাসমি। কী বলছেন অভিনেতা? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ ইমরানের মন্তব্য, “আশা করি, ভারত সরকার এই হামলার যোগ্য জবাব দিয়ে প্রতিশোধ নেবে। সন্ত্রাসবাদের কখনও কোনও ধর্ম হয় না। এক বিকৃত মতাদর্শেই তৈরি হয় সন্ত্রাসবাদ। কারণ আমাদের ধর্ম (ইসলাম) তো এসব শেখায় না।” এখানেই অবশ্য থামেননি ইমরান হাসমি। কাশ্মীরে পর্যটকদের নিরাপত্তা প্রসঙ্গেও নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি।

অভিনেতার সংযোজন, “অনেকেই হয়তো প্রশ্ন তুলছেন যে, হামলার সময় কেন কোনও সেনাবাহিনী মোতায়েন ছিল না? আমার মতে, একটা গোটা উপত্যকাকে এভাবে নিরাপত্তায় মুড়ে দেওয়ার কাজটা কঠিন। তবুও বলব, আমাদের দেশের নিরাপত্তা এজেন্সিগুলি এই বিষয়ে বেশ অভিজ্ঞ। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসও উন্নত। কিন্তু বৈসরন উপত্যকা তো একটা বিশাল এলাকা। তাই এত বড় পর্যটন কেন্দ্রে কতজন সেনা অফিসার বা জওয়ান মোতায়েন করতে পারতেন? আর যারা হামলা চালিয়েছে, তারা আগে থেকে ছক কষেই রেখেছিল। জেনেবুঝেই বৈসরনে আক্রমণ চালানো হয়েছে। কারণ ওটা পহেলগাঁওয়ের সবথেকে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটা কাপুরুষোচিত হামলা ছাড়া কিছুই নয়।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ