Advertisement
Advertisement
Ena Saha

চুপিচুপি বিয়ে সেরে ফেললেন এনা সাহা! শেয়ার করলেন ভিডিও

বলিউড-টলিউডে এখন বিয়ের মরশুম। এমন পরিস্থিতিতে অভিনেত্রী-প্রযোজকের শেয়ার করা ভিডিও ঘিরে প্রবল চাঞ্চল্য।

Ena Saha is beautiful bride in 'wedding' video | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 14, 2024 12:44 pm
  • Updated:January 14, 2024 12:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড-টলিউডে এখন বিয়ের মরশুম। দ্বিতীয়বার বিয়ে করেছেন আরবাজ খান। আমিরকন্যা ইরা খানের (Ira Khan Reception) বিয়ের অনুষ্ঠানের রেশ এখনও চলছে। টলিপাড়ায় আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বল্লভপুরের রূপকথা’র ভূপতি অর্থাৎ সত্যম ভট্টাচার্য। ‘মিঠাই’য়ের ‘উচ্ছেবাবু’ আদৃতেরও বিয়ের খবর পাওয়া যাচ্ছে। এবার বিয়ের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী-প্রযোজক এনা সাহা (Ena Saha)।

Advertisement

Ena

চুপিচুপি বিয়ে সেরে ফেললেন এনা? পাত্র কে? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে এনার এই বিয়ে আসল নয় নকল। সম্ভবত কোনও স্পেশাল ফটোশুট বা ভিডিও। যার নেপথ্যের কারিগর ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা। অবশ্য বিয়ে আসল হোক বা নকল, সিঁথিতে সিঁদুর পরে বেশ মানিয়েছে টলিউড সুন্দরীকে। তাঁর পরনে আবার রয়েছে লালপেড়ে সাদা শাড়ি। একেবারে বাঙালি কনে যাকে বলে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

[আরও পড়ুন: ইরার রিসেপশনে এলেন না আমিরের প্রাক্তন কিরণ, ফের অশান্তি? জবাব দিলেন আমির]

উল্লেখ্য, ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। সিনেমায় এনার সফর শুরু হয় সোমনাথ গুপ্ত পরিচালিত ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। একাধিক মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন এনা।

Ena Saha

নুসরত জাহান, যশ দাশগুপ্ত, মিমি চক্রবর্তী অভিনীত ‘SOS কলকাতা’ (SOS Kolkata) সিনেমার মাধ্যমে প্রযোজনার ময়দানেও নামেন এনা। তার প্রযোজনাতেই তৈরি হয়েছিল ‘চিনে বাদাম’। তবে ছবি মুক্তির আগেই সিনেমা ছাড়ার কথা ঘোষণা করেন যশ। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। অবশ্য সেসব এখন অতীত। শোনা গিয়েছে, নতুন বছরে আরও একটি ছবি প্রযোজনা করার ইচ্ছে এনার রয়েছে। সোশাল মিডিয়াতেও সক্রিয় তারকা।

[আরও পড়ুন: ক্রিকেট কিংবদন্তি ক্লাইভ লয়েডের সঙ্গে ‘লিডিং হিরো’ বনি সেনগুপ্ত! কী বলছে নেটপাড়া?]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ