সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক শেষ হয়ে গিয়েছে তাঁদের বছর খানেক আগে। কিন্তু সন্তানের মুখের দিকে তাকিয়েই বারবার ফিরে ফিরে আসেন তাঁরা। আর কেউ নন, তিনি বলিউড অভিনেত্রী এষা দেওল। স্বামী ভরত তখতানির সঙ্গে ঘর ভেঙেছে গত বছরই। কিন্তু দুই সন্তানের কথা ভেবেই এক হন তাঁরা মাঝেমাঝেই। দেখা করেন। চারজনে সময় কাটান। প্রাক্তন স্বামী ভরতের জন্মদিনেও তিক্ততা সরিয়ে সেই ধারাই অব্যাহত রাখলেন এষা দেওল। সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন ভরতকে। যা নেটিজেনদের চোখ এড়ায়নি।
প্রাক্তন স্বামী ভরতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করে এষা লিখেছেন, ‘আমার সন্তানদের ড্যাডা তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্থ থেকো, ভালো থেকো এই কামনাই করি।’ রবিবাসরীয় দিনে এমনই একটি পোস্ট করেন হেমাকন্যা। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরও তাঁর প্রতি যে ভালোবাসা একইরকম রয়েছে তাও যেন কোথাও গিয়ে বোঝা যায় তাঁর অভিব্যাক্তিতে বারবার। শুধু তাই নয়, গত রবিবারও একসঙ্গে দুই সন্তানকে নিয়ে তাঁরা সময় কাটিয়েছেন। সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন সেই ছবিও। ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি সানডে’। ২০১২ সালে চারহাত এক হয় এষা ও ভরতের। একযুগের বেশি সংসার জীবন তাঁদের। চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে গোটা বলিউডকে চমকে দিয়ে ভরত তখতানির সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন এষা দেওল। মেয়ের সংসার ভাঙায় মোটেই খুশি ছিলেন না ধর্মেন্দ্র! চেয়েছিলেন, আবার জোড়া লাগুক মেয়ের ঘর। ভেঙেও পড়েছিলেন প্রবীণ অভিনেতা। এদিকে ঝড়ঝাপটা সামলে দুই কন্যাসন্তানকে আঁকড়ে এষা এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। যৌথভাবে সন্তানের খরচ বহন করলেও মেয়েরা মায়ের সঙ্গে থাকে।
সম্প্রতি মহারাষ্ট্রজুড়ে গণপতি উৎসবের আবহে বাড়ির পুজোর ঝলকও দেখিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের নেপথ্যে ঠিক কোন কারণ তা কখনওই সামনে আনেননি দু’জনের কেউ। জানিয়েছিলেন দুজনের সিদ্ধান্তেই নাকি বিছেদের পথে হেটেছিলেন তাঁরা। যদিও এসবের মাঝেই কিছু দিন আগে বিদেশ থেকে লাস্যময়ীর সঙ্গে ছবি দিয়ে ফের চর্চার শিরোনামে উঠে এসেছিলেন দেওল পরিবারের প্রাক্তন জামাই। বিদেশের রাস্তায় লাস্যময়ী প্রেমিকার সঙ্গে মাখোমাখো ছবি শেয়ার করে রীতিমতো বোমা ফাটিয়েছিলেন ভরত তখতানি! পোস্টে লেখা- ‘পরিবারে তোমাকে স্বাগত। এবার এটা আনুষ্ঠানিক হল!’ অপরপ্রান্ত থেকেও প্রেমময় বার্তা-সহ একটি ছবি পোস্ট হয়েছিল। যেখানে ভরতের সঙ্গে শুরুর দিনগুলির স্মৃতি আওড়েছিলেন তাঁর প্রেমিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.