Advertisement
Advertisement
Esha Deol

ডিভোর্সের পর ২ মেয়ে নিয়ে ‘একা’ এষা, বিদেশে লাস্যময়ীর প্রেমে মজে প্রাক্তন স্বামী ভরত, শীঘ্রই বিয়ে!

নতুন প্রেমিকার সঙ্গে দেওল পরিবারের প্রাক্তন জামাইয়ের মাখোমাখো ছবি ফাঁস!

Esha Deol's Ex-Husband Finds Love Again? Drops Romantic Photo
Published by: Sandipta Bhanja
  • Posted:August 30, 2025 11:46 am
  • Updated:August 30, 2025 11:46 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে যখন দুই মেয়েকে একা সামলাতে ব্যস্ত এষা দেওল, তখন বিদেশে লাস্যময়ী প্রেমিকার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘নতুন শুরু’র খবর দিলেন অভিনেত্রীর প্রাক্তন স্বামী ভরত তখতানি।

Advertisement

চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে গোটা বলিউডকে চমকে দিয়ে ভরত তখতানির সঙ্গে ডিভোর্স ঘোষণা করেন এষা দেওল। মেয়ের সংসার ভাঙায় মোটেই খুশি ছিলেন না ধর্মেন্দ্র! চেয়েছিলেন, আবার জোড়া লাগুক মেয়ের ঘর। ভেঙেও পড়েছিলেন প্রবীণ অভিনেতা। এদিকে ঝড়ঝাপটা সামলে দুই কন্যাসন্তানকে আঁকড়ে এষা এখন ব্যক্তিগতজীবনে অনেকটাই থিতু। যৌথভাবে সন্তানের খরচ বহন করলেও মেয়েরা মায়ের সঙ্গে থাকে। সম্প্রতি মহারাষ্ট্রজুড়ে গণপতি উৎসবের আবহে বাড়ির পুজোর ঝলকও দেখিয়েছিলেন অভিনেত্রী। তবে অভিনেত্রী-স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকে এযাবৎকাল লাইমলাইটের অন্তরালেই ছিলেন ভরত। তবে এবার বিদেশ থেকে লাস্যময়ীর সঙ্গে ছবি দিয়ে ফের চর্চার শিরোনামে দেওল পরিবারের প্রাক্তন জামাই।

পেশায় ভরত তখতানি ব্যবসায়ী। ২০১২ সালের জুন মাসে স্কুলজীবনের এই প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এষা দেওল। একাধিকবার সুখী দম্পতি হিসেবে ধরা দিলেও এষা-ভরতের ১১ বছরের দাম্পত্যে চিড় ধরে গতবছর। তারপর থেকেই ভরত সেভাবে চর্চায় নেই। তবে এবার খবর, এষার প্রাক্তন স্বামী নতুন করে জীবনে প্রেম খুঁজে পেয়েছেন। বিদেশের রাস্তায় সেই লাস্যময়ী প্রেমিকার সঙ্গে মাখোমাখো ছবি শেয়ার করে রীতিমতো বোমা ফাটালেন ভরত তখতানি! পোস্টে লেখা- ‘পরিবারে তোমাকে স্বাগত। এবার এটা আনুষ্ঠানিক হল!’ অপরপ্রান্ত থেকেও প্রেমময় বার্তা-সহ একটি ছবি পোস্ট হয়েছে। যেখানে ভরতের সঙ্গে শুরুর দিনগুলির স্মৃতি আওড়েছেন তাঁর প্রেমিকা।

আর সেসব প্রেম জাহির করা সেসব পোস্ট দেখেই বলিউডে গুঞ্জন, খুব শিগগিরিই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এষা দেওলের প্রাক্তন স্বামী ভরত তখতানি। প্রেমিকার পরিচয় কী? সোশাল মিডিয়া থেকেই জানা গেল, ভরতের নতুন প্রেমিকার নাম মেঘনা লখানি। যদিও পাত্রীর পেশাগত জীবনের কোনও তথ্য এখনও মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement