Advertisement
Advertisement
Swara Bhaskar

শুধুই যৌন আকর্ষণ রয়েছে, আর কোনও মিল নেই! স্বরার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ফাহাদ

কী বললেন ফাহাদ?

Fahad Ahmad speaks about the differences between him and Swara Bhasker
Published by: Akash Misra
  • Posted:September 25, 2024 1:15 pm
  • Updated:September 25, 2024 1:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিল নেই অনেক কিছুতেই। পেশা ভিন্ন। ধর্ম ভিন্ন। এমনকী, বেড়ে ওঠাও একেবারেই ভিন্নভাবে। মিল ছিল একটাই। তা হল মনের টান। প্রেম। আর সেই প্রেমের জোরেই হাজার বিতর্ক পেরিয়ে বিয়ে করেছেন সমাজবাদী পার্টির নেতা ফাহাদ এবং বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কর। তাঁদের এখন রয়েছে সন্তানও। তা কেমন চলছে স্বরা ও ফাহাদের সংসার?

Advertisement

বিয়ে, সংসার, সন্তান নিয়ে নানা সময়ে মুখ খুলেছেন স্বরা ভাস্কর। বহুবারই বিতর্কের জবাব দিতে একাই মাঠে নেমেছিলেন তিনি। তবে এই প্রথম বিয়ে, সংসার নিয়ে মুখ খুললেন ফাহাদ। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফাহাদ জানালেন, ”আমি মুসলিম এবং আমার সম্প্রদায় ওবিসি-র মধ্যে আসে। উল্টো দিকে স্বরা ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমাদের দু’জনের মধ্যে একটিই মিল। তা হল আমাদের যৌন আকর্ষণ। এ ছাড়া ধর্ম, জাতি, শহর, পেশা-সহ সমস্ত কিছুতেই পার্থক্য রয়েছে এবং সেই বাধা আমরা পেরিয়ে এসেছি। বিষয়টা খুবই কঠিন ছিল। কিন্তু বেশ মজারও ছিল।”

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসের ৬ তারিখ স্পেশ্যাল অ্য়াক্টে দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রার করেন স্বরা। তারপর ১৬ ফেব্রুয়ারি পরিবারকে স্বাক্ষী রেখে সই সাবুদের বিয়ে সারেন অভিনেত্রী।

ফাহাদের পরিবারে হিন্দু রীতি মেনেই কন্যা ‘রাবেয়া রমা আহমেদের’ গৃহপ্রবেশ করেছিলেন অভিনেত্রী। রাবেয়া নাম শুনেই প্রথমটায় কটাক্ষ করেছিলেন অনেকে। তবে ষষ্ঠী পুজোয় সন্তানের পুরো নাম প্রকাশ্যে আনলেন স্বরা। রাবেয়া নামের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রমাও জুড়ে দিয়েছেন স্বরা-ফাহাদ।

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement