Advertisement
Advertisement
Dev-Subhashree

দেব-শুভশ্রীকে ‘ইঙ্গিতপূর্ণ’ শুভেচ্ছা প্রযোজক মণির, ফের SVF-এর ব্যানারে ব্লকবাস্টার জুটি?

'ধূমকেতু' জোয়ারে ভাসছে ইন্ডাস্ট্রি। প্রযোজকের শুভেচ্ছাবার্তায় কোন আবদার অনুরাগীদের?

Fan wants Dev-Subhashree back in SVF banner after producers' letter
Published by: Sandipta Bhanja
  • Posted:August 6, 2025 1:49 pm
  • Updated:August 6, 2025 2:00 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধূমকেতু’কে প্রেক্ষাগৃহের আলো দেখাতে দশ বছর বাদে সোমবার একমঞ্চে একফ্রেমে ধরা দিয়েছিলেন দেব-শুভশ্রী। সেই প্রেক্ষিতেই ‘প্রাক্তন’ জুটিকে নিয়ে আপাতত আবেগে ভাসছে অনুরাগী শিবির। সোশাল পাড়াতেও ‘দেশু’কে ফিরে পাওয়ার আবদারের ভিড়। গানের লাইন ‘হবে না দেখা?’ ধার করেই প্রশ্ন উঠেছিল তাহলে কি মুখোমুখি হবেন না দুই প্রাক্তন? সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমসন্ধ্যায় বাংলা সিনেমার জয়গান গাইলেন জুটিতে। কথপোকথনে পুরনো আবেগ, মান-অভিমান, খুনসুঁটি ধরা দিলেও ‘দেশু’ জুটি বুঝিয়ে দিল তাঁরা আদ্যোন্ত পেশাদার শিল্পী। এমন আবহেই এসভিএফ সংস্থার প্রযোজক মহেন্দ্র সোনি চিঠি-ফুল পাঠিয়ে দেব-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisement

বাংলা ছবির স্বার্থে ‘ধুমকেতু’র জন্য অতীতের সব খেদ, অভিমান মিটিয়ে যেভাবে স্বমহিমায় স্টার ক্যারিশমায় গোটা বাংলাজুড়ে ঝড় তুলে দিলেন তাঁরা, তা নিঃসন্দেহ প্রশংসার দাবিদার বটে! আর প্রযোজকের শুভেচ্ছার পর থেকেই দেশু অনুরাগীদের আবদার, আবারও এসভিএফ-এর ব্যানারে পুরনো ‘ব্লকবাস্টার দিন’গুলি ফিরে আসুক জুটিকে নিয়ে। দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাঠানো শুভেচ্ছাবার্তায় প্রযোজক উল্লেখ করেছেন, তিনি নিজেও ‘দেশু’ ফ্যান। তারকাজুটিও সেই পোস্ট নেটপাড়ায় ভাগ করে নিয়ে আবেগে ভেসেছেন। ধন্যবাদ জানিয়ে দেবের মন্তব্য, “আমি সাধারণত কোনও চিঠি পোস্ট করি না। তবে এটা স্পেশাল। ট্রফির তুলনায় এই সম্মান আমার কাছে কোনও অংশে কম নয় মণি।” অন্যদিকে এসভিএফ প্রযোজকের শুভেচ্ছাবার্তা পেয়ে আবেগাপ্লুত শুভশ্রীও। অভিনেত্রী বলছেন, “এই চিঠিটা আমার মন ছুঁয়ে গেল। এতটা স্পেশাল অনুভূতি হল যে আমি কাঁদলাম, হাসলাম। এটা তোমার দেওয়া সেরা উপহার মণিদা। তোমার যেভাবে উৎসাহ আমাকে নিত্যদিন নতুন উদ্যোমে কাজ করার অনুপ্রেরণা জোগাল।” প্রযোজকের চিঠি, দেশু জুটির আবেগমাখা বার্তা সব দেখেশুনে অনুরাগীদের আবদার, এসভিএফ-এর ব্যানারে আবারও ফিরুক দেব-শুভশ্রী জুটি। অতীতে তাঁদের ব্লকবাস্টার সিনেমা ‘পরাণ যায় জ্বলিয়া’ও এসভিএফ প্রযোজিত।

অন্যদিকে একাংশ আবার প্রযোজকের এই চিঠিতে নতুন ইঙ্গিত বলে মনে করছেন। তাঁদের প্রশ্ন, তাহলে কি দেশু জুটিকে আবারও নিজেদের প্রযোজনা সংস্থার ব্যানারে ফেরাতে চলেছে এসভিএফ? সব উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। দেব-শুভশ্রী অবশ্য ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের মঞ্চ থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে গল্প, চিত্রনাট্য ভালো হলে আবারও জুটি বাঁধতে রাজি তাঁরা। সেই প্রেক্ষিতেই অনুরাগীদের কৌতূহল, তাহলে কি আলাদা করে শুভেচ্ছাবার্তা পাঠিয়ে প্রযোজক জুটিকে ফেরানোর ইঙ্গিতই দিলেন নাকি এটা নিছকই শুভেচ্ছাবার্তা?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ