Advertisement
Advertisement
Fatima Sana Shaikh

‘অশালীন স্পর্শ’ শরীরে, প্রতিবাদ করতেই জুটল মার! ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন ফতিমা

'এই ঘটনার অভিঘাত ছিল তীব্র', জানাচ্ছেন 'দঙ্গল' অভিনেত্রী।

Fatima Sana Shaikh revealed she was assaulted when reacted to being touched inappropriately
Published by: Biswadip Dey
  • Posted:July 13, 2025 12:44 pm
  • Updated:July 13, 2025 12:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের জীবনের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী ফতিমা সানা শেখ। এক সাক্ষাৎকারে ‘দঙ্গল’ অভিনেত্রী জানিয়েছেন কীভাবে সেই ঘটনার তীব্র অভিঘাত তাঁকে নাড়িয়ে দিয়েছিল আমূল। জানিয়েছেন, ‘অশালীন স্পর্শে’র প্রতিবাদে প্রবল শারীরিক হেনস্তার সম্মুখীন হওয়ার কথা।

Advertisement

একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন ফতিমা। সেই সময়ই নিজের জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, ”একবার এক পুরুষ আমায় অশালীন ভাবে স্পর্শ করেছিল। এবং আমি তাকে আঘাত করেছিলাম। সেও আমাকে এমনভাবে পালটা মারে যে আমি ছিটকে পড়ে যাই। কিন্তু এতেও ওর হেলদোল হয়নি। ও আমাকে সেই অবস্থাতেই মারতে থাকে।”

এই ঘটনা তাঁকে কতটা আহত করেছিল সেই প্রসঙ্গে অভিনেত্রী বলছেন, ”ওই ঘটনার পরে আমি একটু বেশিই সতর্ক থাকতে শুরু করি। আমি বুঝতে পারি আমাদেরও খেয়াল রাখতে হবে কীভাবে এই ধরনের পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাব। ভেবে দেখুন কী অদ্ভুত বিষয়… আমাদের সঙ্গে কিছু একটা ভুল হচ্ছে, অথচ আমাদের ভাবতে হবে কীভাবে প্রতিক্রিয়া জানাব!”

নিজের জীবনের আরও একটি অভিজ্ঞতার কথাও জানিয়েছেন ফতিমা। কোভিডের সময় যখন লকডাউন চলছিল, সেই সময় মুখে মাস্ক পরে মুম্বইয়ের রাজপথে সাইকেল চালাচ্ছিলেন ফতিমা। তখনই এক টেম্পো চালক তাঁর কানের কাছে হর্ন বাজাচ্ছিলেন এবং মুখ দিয়ে কুৎসিত শব্দ করছিলেন। তিনি নায়িতাকে অনুসরণ করে তাঁর পিছন পিছন আসছিলেন। শেষে ফতিমা বাড়ির গলিতে ঢুকে পড়লে তবে তিনি ক্ষান্ত দেন।

প্রসঙ্গত, সম্প্রতি ফতিমাকে দেখা গিয়েছে অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে। আলি ফজলের সঙ্গে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এদিকে ওটিটি মঞ্চে মুক্তিপ্রাপ্ত ‘আপ জ্যায়সা কোই’-তে আর মাধবনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সেখানেও তাঁর অভিনয় দর্শকদের পছন্দ হয়েছে। ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করেই প্রথম সকলের নজর কাড়েন ফতিমা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ