সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেডারেশন বনাম মামলাকারী ১৩ পরিচালকের আইনি দ্বন্দ্বের নিষ্পত্তি করতে কলকাতা হাই কোর্ট নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আগেই। সেই শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা উভয় পক্ষকেই নতুন কমিটির জন্য সম্ভাব্য সদস্য তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন। গত বৃহস্পতিবার সেই নির্দেশমাফিক পরিচালকরা সম্ভাব্য তালিকা জমা দেন। আর সোমবার প্রকাশ্যে এল ফেডারেশনের তৈরি সম্ভাব্য তালিকা। উভয় তালিকা দেখে চূড়ান্ত তালিকা তৈরি করবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব।
ফেডারেশনের পক্ষ থেকে কোন পরিচালকদের নাম প্রস্তাব করা হল? জানা গিয়েছে, সংশ্লিষ্ট তালিকায় টলিপাড়ার তাবড় সুপারস্টার ও পরিচালকদের নাম রয়েছে। রয়েছেন- গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, দেব, জিৎ, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, পাভেল ও রূপটান শিল্পী সোমনাথ কুন্ডু। সোমবার, ফেডারেশন ও মামলাকারী পরিচালক সংগঠন, উভয়ের সম্ভাব্য তালিকা থেকে নতুন কমিটির জন্য চূড়ান্ত সদস্যপদের তালিকা প্রস্তুত করবেন রাজ্যের তথ্য-সম্প্রচার দপ্তরের সচিব শান্তনু বসু।
অন্যদিকে মামলা দায়েরকারী পরিচালক সংগঠনের তরফে যে সম্ভাব্য তালিকা প্রস্তুত করা হয়েছে, সেখানে টলিউডের তাবড় ‘মুখ’দের থেকে এগিয়ে রাখা হয়েছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির খ্যাতনামা শিল্পীদের। তাঁদের তালিকায় রয়েছে, দিবাকর বন্দ্যোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মা, আদিল হুসেইন, হনসল মেহেতা ও নন্দিতা দাসের নাম। এই তালিকা দেখে বিগত দিন কয়েক ধরেই টলিউডের অন্দরে জোর চর্চা! প্রশ্ন উঠেছে, কলকাতার পরিচালকেরা কি ব্রাত্য? এছাড়াও সদস্য হিসেবে ‘সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে’র (এসআরএফটিআই) নাম রয়েছে। এই প্রেক্ষিতে অনেকেই জানতে চেয়েছেন, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান কী করে কমিটির সদস্য হতে পারে? শুধু তাই নয়। মুম্বই থেকে যাঁরা কলকাতায় যাতায়াত করবেন, তাঁদের সমস্ত খরচ কে বহন করবে? জল্পনা অনেক। এবার দেখার উভয় পক্ষের তালিকা থেকে চূড়ান্ত কমিটিতে কাদের নাম থাকবে? উল্লেখ্য, এই ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ড মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে রাজ্যের উচ্চ আদালতও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.