Advertisement
Advertisement
Durga Puja Film Release

পুজো রিলিজের প্রাক্কালে ‘হল দখলে’র লড়াই টলিউডে? মুখ খুললেন পরিচালক-প্রযোজকরা

তারকাখচিত চার 'গ্ল্যামারাস' পুজো রিলিজ কি সমান সংখ্যক প্রেক্ষাগৃহ পাবে?

fight for 'hall grab' in Tollywood on the eve of the Puja release? Directors-producers open up
Published by: Sandipta Bhanja
  • Posted:September 16, 2025 4:21 pm
  • Updated:September 16, 2025 4:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র দিন দশেকের অপেক্ষা। ২৬ সেপ্টেম্বর চার-চারটি তারকাখচিত ‘গ্ল্যামারাস’ বাংলা সিনেমা রিলিজের অপেক্ষায় দর্শকরা। তার প্রাক্কালেই কানাঘুষো, প্রেক্ষাগৃহের স্লট দখল নিয়ে নাকি টলিউডের অন্দরে লড়াই শুরু হয়েছে! সম্প্রতি রাজ্য সরকারের তরফে নতুন কমিটি গঠন করে সব সিনেমাকে সমান সংখ্যক প্রেক্ষাগৃহ ও প্রদর্শনের সুযোগ দেওয়ার চুক্তি হওয়ার পরও এহেন অন্তর্দ্বন্দ্ব? কৌতূহল নিয়েই সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালকদের সঙ্গে।

Advertisement

Raktabeej movie making run count, this is how much it made in 16 days

প্রসঙ্গত, ২০২৫ সালের পুজোয় রিলিজ করছে চারটি বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা- ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’, ‘যত কাণ্ড কলকাতাতেই’। তার মধ্যে দুটো বড় বাজেটের ছবি- ‘রঘু ডাকাত’ এবং ‘দেবী চৌধুরানী’। দৌড়ে রয়েছে নন্দিতা-শিবপ্রসাদের ব্লকবাস্টার সিনেমার সিক্যুয়েল ‘রক্তবীজ ২’। টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয় আবার ২০২৩ সাল থেকেই পুজোর বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছেন। অন্যদিকে শুভ্রজিৎ মিত্র পরিচালিত পিরিয়ড ড্রামা ‘দেবী চৌধুরানী’র দিকেও নজর রয়েছে দর্শকদের। কারণ এই সিনেমায় ঐতিহাসিক চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। আবার ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাস কিশোর কুমারের পূর্বসূরী ‘রঘু ডাকাত’-এর অবতারে দেবের পারফরম্যান্স দেখার জন্যেও মুখিয়ে রয়েছেন দর্শকরা। সেই দৌড়ে সম্প্রতি শামিল হয়েছে অনীক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’। যে ছবিতে গোয়েন্দা নায়কের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। এবার গুঞ্জন, মূলত একটি সিনেমার দিকেই নাকি পাল্লা ভারী! সত্যিই কি এরকম কিছু ঘটেছে?

Dev's Raghu Dakat's Joy Kali music video out, watch

‘দেবী চৌধুরানী’ পরিচালক শুভ্রজিৎ মিত্রের মন্তব্য, “কিছু ভ্লগারদের পেইড প্রেমোশনের ভিত্তিতে মন্তব্য করা ঠিক নয়। সিনেমা রিলিজের আগমুহূর্তে ঠিক হয় কোন সিনেমা কটা স্লট পাচ্ছে কিংবা কে পাচ্ছে না? এখনও কোনও বৈঠকে সেরকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়তো প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে, কিন্তু এসব রটনাকে পাত্তা দেওয়া উচিত নয়।” ‘রক্তবীজ ২’-এর চিত্রনাট্যকার জিনিয়া সেনের আশঙ্কা, “এহেন গুঞ্জন সত্যি হলে বাকি তিনটি বাংলা সিনেমাকে ভুগতে হবে। কিন্তু পুরোটাই কানে শোনা। হল মালিকদের উপর আস্থা রাখছি, শুধু আমাদের ছবি নয়, চারটি বাংলা সিনেমাই সমান সংখ্যক হল কিংবা স্লট পাবে। যে কারণে একাধিকবার মিটিং করা হল। আর যদি সেটা না হয়, তাহলে তখন জানতে চাইব, কেন স্লট পেল না? গতবছর ‘বহুরূপী’ ভালো ব্যবসা করেছে। তেইশ সালে ‘রক্তবীজ’ও দারুণভাবে সফল। এমনকী গ্রীষ্মকালীন বক্স অফিস হোক কিংবা যুদ্ধ পরিস্থিতি, সবক্ষেত্রেই কিন্তু উইন্ডোজ ভালো পারফর্মার। সেই প্রেক্ষিতেই হল মালিকদের উপর আস্থা রাখছি যে এবারেও শুধু আমরা কেন বাকি তিনটে সিনেমাও ন্যায্য শো পাবে।”

Devi-Chowdhurani

‘রঘু ডাকাত’ পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে না চাননি বটে, তবে ‘দর্শকদের রায়ে’ ভরসা রেখেছেন। অন্যদিকে ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার প্রযোজক ফিরদৌসুল হাসানের মন্তব্য, “আমার কাছে এখনও পর্যন্ত এরকম কোনও খবর নেই। তবে পরিবেশকদের সঙ্গে আমার কথা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি চাই, চারটে সিনেমাই যেন সমান সংখ্যক সুযোগ পায়। দুর্গাপুজোর ছবি সর্বোপরি বাংলা ছবি, সকলের সিনেমাই আমার কাছে বড় সিনেমা। মাননীয়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলা ছবি প্রাইম টাইমে চলবে এবং আমরা প্রযোজকরা উজ্জীবিত হয়ে আমাদের ছবি রিলিজ করছি, সেই প্রেক্ষিতেই আশা রাখছি প্রত্যেকের ছবি সমান সংখ্যক হল পাবে। বাকিটা যে ছবির যেমন যোগ্যতা, তেমনভাবেই এগোবে।” তবে সংশ্লিষ্ট ইস্যুতে চেষ্টা করেও  সম্ভব হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ