Advertisement
Advertisement
Diljit Dosanjh

আশঙ্কাই সত্যি! ‘সর্দারজি ৩’ ছবিতে পাক অভিনেত্রীকে নিয়ে নিষেধাজ্ঞার কোপে দিলজিৎ দোসাঞ্ঝ

ভারতীয়রা ইতিমধ্যে ইউটিউবে আর দেখতে পারছেন না 'সর্দারজি ৩' ছবির ট্রেলার।

Film body to ban Diljit Dosanjh after Sardaar Ji 3 trailer release
Published by: Sayani Sen
  • Posted:June 23, 2025 3:22 pm
  • Updated:June 23, 2025 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপত্তিকে বুড়ো আঙুল। পহেলগাঁওতে জঙ্গি হামলার পরেও ভারতীয় ভাবাবেগে আঘাত দিয়ে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ছবি। ‘সর্দার ৩’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই আরও বিপাকে দিলজিৎ দোসাঞ্ঝ। অভিনেতা নিজেই ইনস্টাগ্রামে ছবির ট্রেলার শেয়ার করেন। আর তারপর থেকে নেটিজেনদের জোরাল কটাক্ষের মুখে অভিনেতা। ভারতীয়রা ইতিমধ্যে ইউটিউবে আর দেখতে পারছেন না ছবির ট্রেলার। শোনা যাচ্ছে, সিনে সংগঠকদের তরফে দিলজিৎ দোসাঞ্ঝকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এই মর্মে নির্দেশিকা জারি হওয়া সময়ের অপেক্ষামাত্র বলেই খবর। সুতরাং খুব শীঘ্রই সম্ভবত সিনে সংগঠকদের দাবিতে পড়তে পারে সিলমোহর।

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ধর্মের নামে নির্বিচারে হত্যালীলা ঘটানোর সন্ত্রাসে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে ভারতের মনে ক্ষোভ-বিদ্বেষের সঞ্চার হয়েছে। যার জেরে রোষানলে পড়তে হচ্ছে পাকিস্তানি তারকাদেরও। প্রতিবেশী দেশের তারকাদের শোকপ্রকাশ দেখে নেটপাড়ার একাংশ ‘কুম্ভীরাশ্রু’ বলেও কটাক্ষ করেছে। শুধু তাই নয়, বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগে পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। এমন আবহে পাক সুন্দরী হানিয়া আমিরের সঙ্গে ছবি মানতে পারছেন না নেটিজেনরা। যেন তেলেবেগুনে জ্বলে উঠেছে গোটা নেটপাড়া।

প্রসঙ্গত, বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। যদিও এদেশের তারকারা বরাবর বলে এসেছেন, শিল্পীদের কোনও সীমান্ত হয় না, তবে পহেলগাঁও সন্ত্রাসের পর তাঁরাও বেঁকে বসেছেন! জাভেদ আখতারও বলেছেন, একতরফা সম্পর্ক, সম্মান বজায় থাকে না। এদিকে পহেলগাঁওয়ের পর থেকে ভারতে হানিয়া আমির, মাহিরা খান, আলি জাফর, সজল আলিদের মতো একাধিক পাক তারকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টও ব্লক করে দেওয়া হয়েছে। তবে তাতে যে ‘সর্দারজি ৩’ দিলজিৎ দোসাঞ্ঝের কিছু যায় আসে না, তা যেন ছবির ট্রেলার মুক্তির পর আরও একবার স্পষ্ট হল।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement