Advertisement
Advertisement
Dev-Raghu Dakat

মানবিক দেব! ‘রঘু ডাকাত’-এর ট্রেলার লঞ্চে উপার্জিত অর্থ পাবেন ইন্ডাস্ট্রির কলাকুশলীরা

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে টিকিট। নেপথ্যে কোন কারণ? এবার ফাঁস হল সেই সত্যি।

Film Industry crew to get money earned from Deb's 'Raghu Dakat' trailer launch
Published by: Arani Bhattacharya
  • Posted:September 20, 2025 6:55 pm
  • Updated:September 20, 2025 7:52 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ইন্ডাস্ট্রির সুপারস্টার দেব। তাঁর ছবি মানেই তাতে থাকবে দর্শকের জন্যও বিভিন্ন নতুন নতুন চমক। একইসঙ্গে প্রচারেও থাকে বহু নতুনত্ব। তবে এসব সত্বেও বিভিন্ন সময়েই বাংলা ছবি থেকে মুখ ফিরিয়েছেন দর্শক। এসব থেকেই প্রশ্ন উঠেছিল যেখানে বাংলা ছবি দেখতে হলমুখো হন না দর্শক সেখানে সুপারস্টারের ছবির ট্রেলার লঞ্চে কেনো দেদার বিকোচ্ছে টিকিট? তবে নানা গুঞ্জন, নানা প্রশ্ন উঠলেও ‘দেব দর্শন’ পাওয়ার জন্যও ঝড়ের গতিতে বিক্রি হয়েছে দেবের ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের টিকিট। কিন্তু কেন এই ভাবনা? কেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেও টিকিটের বন্দোবস্ত এবার ফাঁস হল সেই সত্যি।

Advertisement

ইন্ডাস্ট্রিতে পায়ে পায়ে কুড়ি বছরের পথচলা সম্পূর্ণ করলেন দেব। ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চে উদযাপিত হল এদিন সুপারস্টারের জীবনের সেই বিশেষ অধ্যায়। এই কুড়ি বছরে দেবকে দেখা গিয়েছে ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিতে। দর্শককে নতুন অনেক কাজ উপহার দিতে। দেখা গিয়েছে তাঁর মানবিক দিকও। এদিন ট্রেলার লঞ্চের মঞ্চ থেকেই ঘোষণা করা হল দেবের ছবির ট্রেলার লঞ্চের টিকিটি থেকে উপার্জিত অর্থ অত্যন্ত মানবিক খাতে ব্যয় করা হবে। এই টাকা তুলে দেওয়া হবে সিনে টেকনিশিয়ান ফেডারেশনের কাছে। যা তুলে দেবেন খোদ সুপারস্টার দেব। এই সংগৃহীত অর্থ কলাকুশলীদের পরিবারের সদস্যদের চিকিৎসা-সহ বিভিন্ন প্রয়োজনে ব্যয় করা হবে। এই উদ্যোগ নিয়েছেন দেব ও তাঁর টিম।

উল্লেখ্য, ‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর দর্শকমহল তো বটেই পাশাপাশি সিনেসমালোচকরাও তাঁর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছিলেন। এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও যে পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব-দেব মহাচমক উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ