Advertisement
Advertisement
Bollywood

মাসমাইনে নিয়ে বচসা, ড্রাইভারকে এলোপাথারি কুপিয়ে আটক বলিউড পরিচালক

সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই ভয়ানক কাণ্ড!

Filmmaker Manish Gupta Booked For Stabbing Driver Over Salary Dispute: Report
Published by: Sandipta Bhanja
  • Posted:June 7, 2025 9:41 am
  • Updated:June 7, 2025 9:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ভারসোভা এলাকায় ধুন্ধুমার কাণ্ড! বকেয়া পারিশ্রমিক চাইতে গিয়ে বলিউড পরিচালকের আক্রমণের শিকার গাড়িচালক। জানা যায়, ওই নামী পরিচালক হেঁশেলের ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারেন ওই গাড়িচালককে। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে নামী পরিচালকের বিরুদ্ধে।

৫ জুন, বৃহস্পতিবার রাতের ঘটনা। ভারসোভার সাগর সংযোগ আবাসনের সামনেই এই ঘটনা ঘটে। ওই আবাসনেই থাকতেন বলিউড পরিচালক তথা গল্পকার মণীশ গুপ্তা। অভিযোগ, ৩৮ বছর বয়সি রাজিবুল ইসলাম লস্কর বিগত তিন বছর ধরে পরিচালকের গাড়ি চালাচ্ছেন। মাসমাইনে ২৩ হাজার টাকা। কিন্তু সমস্যার সূত্রপাত দেরি করে পারিশ্রমিক দেওয়া নিয়ে। থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে লস্কর জানান, মে মাসে মণীশ গুপ্তা তাঁকে এক পয়সা পারিশ্রমিক দেননি। উপরন্তু ৩০মে, না বলে-কয়ে আচমকাই গাড়িচালককে কাজ থেকে বহিষ্কৃত করে দেন ওই বলিউড পরিচালক। এযাবৎকাল সবটা ঠিক ছিল। কিন্তু পরিস্থিতি বেগতিক হয় জুন মাসের ৩ তারিখ। সেদিন ড্রাইভার লস্কর মণীশ গুপ্তাকে ফোন করেন বকেয়া পারিশ্রমিকের জন্য। সেইসময়ে পরিচালক তাঁকে জানান, কাজে যোগ দিলে তবেই বাকি টাকা দেওয়া হবে। একথা বিশ্বাস করে, পরদিন ৪ জুন থেকেই কাজে ফেরেন গাড়িচালক। এরপরও পারিশ্রমিক দেওয়া হয়নি তাঁকে। পরদিন ৫ জুন, রাত সাড়ে আটটা নাগাদ মণীশ গুপ্তার ভারসোভার অফিসে গিয়ে বকেয়া টাকা চান লস্কর। আর ঠিক সেইসময়েই মেজাজ হারিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন পরিচালক। তৎক্ষণাৎ চিৎকার শুরু করেন। শুধু তাই নয়, অভিযোগনামায় ওই ড্রাইভারের দাবি, হেঁশেলে থেকে ছুরি নিয়ে এসে এলোপাথারিভাবে ডান কাঁধে কোপ দেওয়া শুরু করেন মণীশ গুপ্তা।

রক্তাক্ত শরীরেই লস্কর কোনওরকমে পরিচালকের অফিস থেকে বেরিয়ে সাহায্যের জন্য কাকুতি মিনতি করতে থাকেন। আশপাশ থেকে অন্য এক গাড়িচালক আর আবাসনের দ্বাররক্ষী তাঁকে দেখে ছুটে আসেন। এরপর অটোরিকশা ধরে কোনও মতে নিকটবর্তী কুপার হাসপাতালে পৌঁছন ওই আক্রান্ত চালক। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভারসোভা থানায় গিয়ে পরিচালক মণীশ গুপ্তার নামে এফআইআর দায়ের করেন। তার ভিত্তিতেই বলিউড পরিচালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতার ১১৮(২), ১১৫(২) এবং ৩৫২ ধারায় মামলা দায়ের হয়।

কে এই মণীশ গুপ্তা? ‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘৪২০ আইপিসি’র মতো ছবি পরিচালনা করেছেন তিনি। ২০২৩ সালে রবিনা ট্যান্ডন এবং মিলিন্দ সোমানকে নিয়ে ‘ওয়ান ফ্রাইডে নাইট’ পরিচালনা করেছিলেন মণীশ গুপ্তা। এছাড়াও রাম গোপাল ভার্মার ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। ‘সরকার’ ছবির গল্পও লিখেছিলেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement