সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সাহিল খান। এক মহিলাকে হেনস্তা করা ও হুমকি দেওয়ার অভিযোগে সাহিল খানের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। মুম্বইয়ের ওশিয়ারা থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪, ৫০৬, ৫০৯ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। হেনস্থা ও হুমকির অভিযোগের সঙ্গে জোরজুলুম করে টাকা আদায়েরও অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে।
অভিযোগকারিণীর দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা ও তাঁর বান্ধবীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে ঝামেলা হয়েছিল তাঁর । তার পর থেকেই নাকি তাঁকে ক্রমাগত হেনস্থা ও হুমকির সম্মুখীন হতে হয়েছে সাহিলের হাতে। এমনকী, সোশ্য়াল মিডিয়াতেও মহিলার নামে মানহানিকর পোস্ট করতেন সাহিল বলে অভিযোগ।
তবে এই প্রথম নয়। এর আগেও সাহিলের নামে এক জিম ট্রেনারকে আত্মহত্য়ার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। বলিউডের পর্দা থেকে একেবারেই গায়েব সাহিল। মিস্টার ইন্ডিয়া খেতাব জেতার পর ‘স্টাইল’ ও ‘এক্সকিউজ মি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.