Advertisement
Advertisement
Sanjay Leela Bhansali

বনশালির বিরুদ্ধে দায়ের এফআইআর! মুক্তির আগেই ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে অস্বস্তিতে পরিচালক

ঠিক কী অভিযোগ বনশালির বিরুদ্ধে?

FIR filed against Sanjay Leela Bhansali in Bikaner over Love & War dispute
Published by: Arani Bhattacharya
  • Posted:September 3, 2025 9:15 am
  • Updated:September 3, 2025 9:26 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইনি জটে সঞ্জয় লীলা বনশালি। জানা যাচ্ছে, তাঁর আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিকে ঘিরেই মূলত তৈরি হয়েছে নানা আইনি জটিলতা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালি-সহ আরও দুই ব্যক্তির বিরুদ্ধে রাজস্থানের বিকানেরে এফআইআর দায়ের করা হয়েছে।

Advertisement

তাঁর বিরুদ্ধে অভিযোগ আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির লাইন প্রোডিউসার হিসাবে প্রতীক রাজ মাথুরের সঙ্গে একটি চুক্তি হয়েছিল। পরে তা বাতিল হয়। এরপরেই সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ওই ব্যক্তি। দায়ের করেন অভিযোগ। ওই ব্যক্তি আরও অভিযোগ করেন লাইন প্রোডিউসার হিসাবে নিযুক্ত করে পরে সরিয়ে দেওয়ার অভিযোগ ছাড়াও বিনা পারিশ্রমিকে কাজ করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে পরিচালকের বিরুদ্ধে।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর আলিয়া ভাট, ভিকি কৌশল। এই ছবিতে রণবীর ও ভিকিকে দেখা যাবে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের ভূমিকায়। ছবির সিংহভাগ অংশের শুটিং হয়েছে রাজস্থানে। আগামী বছর মার্চ মাস নাগাদ মুক্তি পাবে এই ছবি। তার আগেই আইনি জটিলতার নাগপাশে জড়িয়ে পড়লেন পরিচালক। উল্লেখ্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গে এর আগে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া। ফের ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির হাত ধরে পরিচালকের সঙ্গে পুনরায় কাজের সুযোগ পেয়েছেন আলিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ