Advertisement
Advertisement

‘হাসিনা’ হয়ে ফার্স্ট লুকেই বাজিমাত শ্রদ্ধার

দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবনী নিয়েই তৈরি হতে চলেছে ছবিটি।

First look of 'Haseena' starring Shradhdha Kapoor released
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 30, 2017 2:23 pm
  • Updated:December 23, 2019 5:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই প্রকাশ পেয়েছিল ‘হাফ গার্লফ্রেন্ড’ সিনেমাটির ফার্স্ট লুক। ছিলেন শ্রদ্ধা কাপুর এবং অর্জুন কাপুর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া সরগরম সেই নিয়ে। এবার সামনে এল শ্রদ্ধা অভিনীত ‘হাসিনা’ সিনেমাটির ফার্স্ট লুক। কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবন নিয়েই তৈরি হতে চলেছে ছবিটি। যাতে মূল চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। আর দাউদের ভূমিকায় অভিনয় করছেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর।

Advertisement

বর্তমানে সিনেমার শুটিং শেষের পর্যায়ে। কেবল পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। জানা গিয়েছে, সিনেমায় হাসিনার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন শ্রদ্ধা। উল্লেখ্য, একসময় মুম্বইয়ে দাদা দাউদের মতোই রমরমা ছিল বোন হাসিনারও। ১৯৯১ সালে গ্যাংস্টার অরুণ গাউলির হাতে স্বামী ইব্রাহিম পার্কারের মৃত্যর পর তাঁর জায়গা নেন হাসিনা। একসঙ্গে একাধিক গ্যাং তিনি চালাতেন। এমনকী তাঁকে ‘কুইন অব মুম্বই’ নামেও ডাকা হত।

[ভিডিওয় দেখুন কীভাবে কাশ্মীর দখলের হুমকি দিচ্ছে হাফিজের ছেলে তালহা]

অপূর্বা লাখিয়া পরিচালিত সিনেমাটি আগামী ১৪ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে একইদিনে মুক্তি পাবে শ্রীদেবীর ‘মম’ সিনেমাটিও।

[এই আবিষ্কারে এবার দেড় মিনিটেই বন্ধ হবে জওয়ানদের রক্তপাত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ