Advertisement
Advertisement

Breaking News

Shefali Jariwala

শেফালির বাড়িতে ফরেনসিক টিম, পরিচারক-রাঁধুনিদের কড়া জেরা, বাড়ছে রহস্যের কুয়াশা

'কাঁটা লাগা' গার্ল-এর মৃত্যুতে কী বলছেন বন্ধুরা?

Forensics team at Shefali Jariwala's house, Mumbai Police investigation
Published by: Sandipta Bhanja
  • Posted:June 28, 2025 4:12 pm
  • Updated:June 28, 2025 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র বিয়াল্লিশেই প্রয়াত হিন্দি সিনেদুনিয়ার ‘রাতপরী’ শেফালি জরিওয়ালা (Shefali Jariwala)। যাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই হাসিখুশি জীবনযাপনের ঝলক মেলে, যিনি কিনা মৃত্যুর মাত্র একদিন আগে পোষ্যকে নিয়ে স্বামীর সঙ্গে দিব্যি হেঁটা বেড়ালেন আবাসনের মাঠে, কীভাবে সেই তরতাজা প্রাণ অচিরেই ঝরে গেল? কিছুতেই বিশ্বাস করতে পারছেন না প্রতিবেশীরা। এদিকে অভিনেত্রীর ‘রহস্যজনক’ মৃত্যুতে মুখ খুলেছেন তাঁর বন্ধুরাও। এবার খবর, শনিবার শেফালি জরিওয়ালার আন্ধেরির বাড়িতে পৌঁছল ফরেনসিক টিম।

প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে অভিনেত্রীর। শুক্রবার গভীর রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়ায় শেফালিকে কুপার হাসপাতালে নিয়ে ছোটেন স্বামী পরাগ ত্যাগী। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে মুম্বই পুলিশের কাছে অভিনেত্রীর মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হলেন অভিনেত্রী, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা জানতেই শেফালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। এদিকে সাতসকালে তাঁর আন্ধেরির বাড়িতে পৌঁছে ফরেনসিক টিম গৃহকর্মীদের কড়া জেরা করে। জানা গিয়েছে, অভিনেত্রীর পরিচালক এবং রাঁধুনিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও এই জেরা অভিযানকে রুটিন মাফিক তদন্তই বলছেন তাঁরা, তবে অভিনেত্রীর মৃত্যুতে অন্য রহস্যের গন্ধ পাচ্ছেন একাংশ।

প্রসঙ্গত, সেই অর্থে ভেবে দেখলে শেফালি তাঁর কেরিয়ারে বিরাট কিছু করতে পারেননি। যদিও অসংখ্য মিউজিক ভিডিওয় দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে পঁয়ত্রিশটি। ২০০৪ সালে ‘মুঝসে শাদি করোগে’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখা। যদিও হিন্দি ছবি তাঁর কেরিয়ারে ওই একটিই। ‘বুগি উগি’, ‘নাচ বলিয়ে’ থেকে ‘বিগ বস’-এর মতো রিয়ালিটি শোয়েও অংশ নিয়েছেন। কিন্তু শেষপর্যন্ত শেফালি জরিওয়ালার পরিচয় থেকে গিয়েছে একটিই। তিনি ‘কাঁটা লাগা গার্ল’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement