Advertisement
Advertisement

Breaking News

Sana Makbul

হাসপাতালে সানা মকবুল, কী হয়েছে ‘বিগ বস ওটিটি ৩’ জয়ীর?

সানা মকবুলের চিকিৎসক বন্ধু ছবি শেয়ার করে দুঃসংবাদ জানান।

Former Bigg Boss OTT 3 winner Sana Makbul hospitalised
Published by: Sayani Sen
  • Posted:June 8, 2025 7:42 pm
  • Updated:June 8, 2025 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদের দিনেই অঘটন। শনিবার থেকে হাসপাতালে ভর্তি‘বিগ বস ওটিটি ৩’জয়ী সানা মকবুল। এবার ঠিক কোন কারণে অভিনেত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে দীর্ঘদিন ধরে অটোইমিউন হেপাটাইটিসে ভুগছেন সানা। আর এই দুঃসংবাদ নিজে মুখেই অনুরাগীদের আগেই জানিয়েছেন তিনি।

Advertisement

সানা মকবুলের বন্ধু চিকিৎসক আসনা কাচওয়ালা একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন। তাতে দেখা গিয়েছে, হাসপাতালের পোশাকে বেডে আধশোওয়া হয়ে বসে রয়েছেন সানা। পোস্টে সানার বন্ধু লেখেন, “আমার শক্তিশালী বন্ধু, আমি তোমার জন্য গর্বিত। জীবনের কঠিন পরিস্থিতিতে আছো। লড়াই করো এবং জয়ী হও। ঈশ্বর তোমার পাশে থাকুন। আমি সবসময় তোমার পাশে আছি। সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি।”

Sana Makbul

প্রসঙ্গত, অটোইমিউন হেপাটাইটিসের সমস্যায় ভুগছেন অভিনেত্রী। এই সমস্যা খানিকটা মাওসিটিসের মতো। যে সমস্যায় ভুগছেন সামান্থা রুথ প্রভু। তিনি নিজেই জানান, ২০২০ সাল থেকে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। ভারতী সিং পডকাস্টে সম্প্রতি সানা আর বলেন, “শারীরিক সমস্যার জন্য আমি নিরামিষাশী হয়ে যাই। বেশিরভাগ মানুষই জানেন না আমি অটোইমিউন হেপাটাইটিসে ভুগছি। ২০২০ সাল থেকে আমার লিভারের সমস্যা রয়েছে। এটার কোনও নির্দিষ্ট উপসর্গ নেই। আমার দেহের কোষ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করছে। তার ফলে কিডনি, বাতের সমস্যা দেখা দিচ্ছে।” তিনি আরও বলেন, “আমার শারীরিক পরিস্থিতি মোটেও ভালো নয়। আমাকে স্টেরয়েড নিতে হয়। এছাড়া নানা ওষুধ খাই। আমার শরীর এক এক সময় এক এক রকম থাকে। আমি জানি না কখনও পুরোপুরি সুস্থ হতে পারব কিনা।” সানা মকবুলের বন্ধুর শেয়ার করা ছবি দেখে দ্রুত আরোগ্য কামনা করেছেন নেটিজেনরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement