Advertisement
Advertisement
Sameer Wankhede

“কারা এরা?” শাহরুখ খানকে চিনতেই পারলেন না সমীর ওয়াংখেড়ে!

এদিকে আরিয়ান কাণ্ডের জেরেই NCB-র এই প্রাক্তন জোনাল ডিরেক্টরের নাম খবরের শিরোনামে আসে।

Former NCB Chief Sameer Wankhede reportedly claimed he doesn't know Shah Rukh Khan, Deepika Padukone | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 14, 2023 4:36 pm
  • Updated:August 14, 2023 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরিয়ান খানের মাদক মামলা নিয়ে ‘সাতকাণ্ড’ হয়ে গিয়েছে। এদিকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে বলছেন তিনি নাকি শাহরুখ খানকে (Shah Rukh Khan) চেনেনই না। দীপিকা পাড়ুকোন, মিকা সিং কে তাও জানেন না।

Advertisement

Shah Rukh Khan's emotional WhatsApp chats with Sameer Wankhede

২০২১ সালের ২ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজে এনসিবি হানার নেপথ্যে ছিলেন সমীর ওয়াংখেড়ে। সেখান থেকেই আটক করা হয় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। তার ঠিক পরের দিন অর্থাৎ ৩ অক্টোবর আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। ওয়াংখেড়ের নেতৃত্বেই আরিয়ান মামলার তদন্ত শুরু হয়। তারপর একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। টানা ২৬ দিন জেলে কাটিয়ে জামিন পান আরিয়ান। পরে পেয়ে যান ক্লিনচিট।

[আরও পড়ুন: আচমকা হাসপাতালে নুসরত, চোখে ব্যান্ডেজ, কী হল অভিনেত্রীর?]

সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে উঠেছে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ। প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে মামলা রুজু করেছে সিবিআই (CBI)। তাঁর আরও দুই সরকারি কর্মীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। সেই মামলা এখনও চলছে। এর মধ্যেই ‘খুপতে তিথে গুপ্তে’ নামের চ্যাট শোয়ে গিয়েছিলেন সমীর। সেখানে তাঁকে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, মিকা সিংয়ের ছবি দেখানো হয়। প্রাক্তন এনসিবি কর্তার প্রতিক্রিয়া ছিল, “কারা এরা?”

Aryan Khan

সমীর ওয়াংখেড়ে জানান, তাঁর কাছে তারকা বাবা আমতে, সিন্ধুতাল সাপকালের মতো মানুষ। হুমকি, শাসানি নাকি তাঁর কাছে রোজনামচার মতো হয়ে গিয়েছে তাঁর কাছে। কাউকে ভয় পান না বলেই দাবি করেন ওয়াংখেড়ে। জানান দাউদ ইব্রাহিমের ভাইয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছিলেন তিনি। ডোংরিটে তাঁর অনেক সম্পত্তি নষ্ট করে দিয়েছিলেন।

[আরও পড়ুন: আবারও অরিজিৎ-শাহরুখ জুটির ম্যাজিক, ‘জওয়ান’-এর নয়া গানে চুটিয়ে রোম্যান্স বাদশার]

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement