Advertisement
Advertisement
Sameer Wankhede- Aryan Khan

পাকিস্তান থেকেও হুমকি আসছে! শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে মামলা করে মহা ফ্যাসাদে সমীর ওয়াংখেড়ে

মামলা দায়ের করার পর থেকেই নাকি ঘোরতর সমস্যায় পড়েছেন ওয়াংখেড়ে।

Getting threats from Pak: Sameer Wankhede on suing Aryan Khan's B***ds of Bollywood
Published by: Arani Bhattacharya
  • Posted:October 11, 2025 7:35 pm
  • Updated:October 11, 2025 8:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ ছিল সিরিজের তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন ওয়াংখেড়ে। এমনকী, নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবিও করেন তিনি। আর এই মানহানির মামলা দায়ের করার পর থেকেই নাকি ঘোরতর সমস্যায় পড়েছেন ওয়াংখেড়ে ও তাঁর পরিবার। কিন্তু কীভাবে?

Advertisement

সম্প্রতি তিনি জানিয়েছেন যে, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন। লাগাতার ফোন আসছে তাঁর স্ত্রী বোনের কাছেও। এপ্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, “আমার কারণে তাঁদের এসব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলি মেনে নেওয়া সত্যিই দুষ্কর।” যদিও অভিযোগ আনার সময় কোনওরকম নাম উল্লেখ করেননি। একইসঙ্গে তিনি আরও বলেছেন যে, “আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে। এটা আমার কর্তব্য। আরিয়ানের সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়।সেই কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম। শুধু তাই নয় এর পাশাপাশি তিনি আরও বলেন যে, ‘সত্যকে বিকৃত করা যায় কিন্তু পালটে ফেলা যায় না। আমি দেশের জন্য গত ১৯ বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সবকিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্যও আমি প্রস্তুত।” 

একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীতে পার্টি করতে গিয়ে মাদককাণ্ডে নাম জড়ায় আরিয়ান খানের। তারপর এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত সময়’ কাটিয়ে পরিচালক হিসেবে বলিউডে নাম লেখালেন ‘সিম্বা’ আরিয়ান খান। আর পয়লা কাজেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর গ্রেপ্তারিকে ব্যঙ্গ করলেন সিরিজের মুখরোচক সংলাপের মাধ্যমে। কীরকম? ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের একটি দৃশ্য নেটপাড়ায় আপাতত তুমুল গতিতে ভাইরাল হয়েছে। সেখানেই দেখা যায়, সমীর ওয়াংখেড়ের মতো দেখতে জনৈক ব্যক্তিকে। তাঁর সংলাপও কেতাদুরস্ত! পুলিশি ভ্যান থেকে নেমেই ওই ব্যক্তির স্বগতোক্তি- ‘মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল…।’ শুধু তাই নয়, আরিয়ানের গ্রেপ্তারির সময়ে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অনেকেই অভিযোগ তুলেছিলেন যে, তিনি বেছে বেছে শুধু বলিউড তারকাদেরই ‘টার্গেট’ করেন। সেই বিষয়টিও এক ব্যঙ্গাত্মক সংলাপের মাধ্যমে সিরিজে রেখেছেন আরিয়ান খান। আর সেসব দেখেই মহাক্ষিপ্ত সমীর ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিরিজ নিষিদ্ধ করার আবেদন জানান এবং ২ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই এবার শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্সের কাছে ওই ‘মানহানিকর দৃশ্যে’র নেপথ্যের কারণ জানতে চাওয়া হয়েছে কোর্টের তরফে। ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ